
ডান্ডিবার্তা রিপোর্ট দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে খেটে খাওয়া মানুষ। তার উপর পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্যপণ্যের দাম বাড়তি দামে তাদের ভোগান্তি যেন নতুন মাত্রায় পৌছাচ্ছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও পবিত্র রমজান মাসকে ঘিরে নিত্য পণ্যের বাজার অস্থির হয়ে উঠছে। গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর দিগুবাবুর বাজার সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়। শাকসবজির বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে শাক-সবজির মূল্য ১০-২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। আলু প্রতি কেজি ৪০-৫০ টাকা, পেঁয়াজ ১১০-১২০ টাকা, সিম ৬০-৮০ টাকা, বেগুন ৬০-৮০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা, মরিচ ৬০-৮০ টাকা, শসা ৭০-৮০ টাকা, আদা ১৯০-২১০ টাকা, রসুন ২০০-২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস লাউ ৫০-৬০ টাকা, মিষ্টি কুমড়া ৫০-৬০ টাকা ও প্রতি হালি লেবু ৪০-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি শাক আটি ভেদে বিক্রি হচ্ছে- লালশাক ৩০ টাকা, লাউ শাক ৩০ টাকা, পালং শাক ৩০ টাকা ও ডাটা শাক ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগীর বাজারে ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার ২০০-২১০ টাকা, কক মুরগী ৩০০-৩১০ টাকা, লেয়ার লাল মুরগী ২৯০-৩০০ টাকা, লেয়ার সাদা মুরগী ২৯০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও বিভিন্ন জাতের মুরগি একই দামে বিক্রি হয়েছিল। বর্তমানে প্রতি হালি লাল ডিম ৪৫ টাকা, দেশি মুরগির ডিম ৮০ টাকা ও হাঁসের ডিম ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। খাসির মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০০-১১৫০ টাকা দরে। মাছের বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় মাছ বেশি দামে বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি ইলিশ মাছ ১০০০-১৬০০ টাকা, চিংড়ি মাছ ৯০০-২০০০ টাকা, বোয়াল ১০০০-১৫০০ টাকা, রুই মাছ ৩৫০-৪৫০ টাকা, কাতল ৩৫০-৪০০টাকা, পাঙ্গাস ২৫০-২৭০ টাকা, শিং মাছ ১০০০-১২০০ টাকা, কৈ মাছ ১০০০-১৩০০ টাকা। বাজার করতে আসা আরিফুল ইসলাম বলেন, গত সপ্তাহে পেঁয়াজ ৯০ টাকা কেজি দরে কিনেছি, আজকে ১১০ টাকায় কিনতে হইছে। ভেবেছিলাম এখানে কিছুটা কম দামে পাবো, তাই নদী পাড় হয়ে এখানে বাজার করতে এসেছি। কিন্তু এ বাজারেও জিনিসপত্রের দাম অনেক বেশি। রোজার আগেই সবজি-তরকারির দাম বাড়া শুরু হয়ে গেছে। বাজারে আরেক ক্রেতা সাজ্জাদ হোসাইন বলেন, প্রতি বছর রোজার আগেই জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। এই বছর রোজার এক মাস আগেই জিনিসপত্রের দাম বাড়ায় ফেলছে। স্বল্প আয়ে পরিবারের খরচ যোগাতে হিমিশিম খেতে হচ্ছে। যদি এভাবেই দাম বাড়তেই থাকে, তাহলে না খেয়ে মরা ছাড়া উপায় নাই। দিগুবাবুর বাজারের নিত্যপন্যের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, অতিরিক্ত মূল্যে তাদের পন্য কিনতে হচ্ছে। তাই ক্রেতাদের কাছে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯