
ডান্ডিবার্তা রিপোর্ট সংসদের শামীম ওসমান এমপি নারায়ণগঞ্জে ৫শ’ শয্যা হাসপাতাল ও ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের কাজ কবে নাগাদ হবে এমন প্রশ্ন করেন ২ মন্ত্রীর কাছে। তিনি প্রশ্ন করতে গিয়ে বলেন, ধুলা ও দীর্ঘ যানজট থাকার সড়ক বলা হয় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক। এই সড়কের কাজ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে প্লানিং কমিশনে গিয়েছে। তাই এই কাজটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রæত গতিতে সম্পন্ন হয়। তাই সে ব্যাপারে জানতে চেয়েছেন সংসদ সদস্য একেএম শামীম ওসমান। সংসদে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, ঢাকা নারায়ণগঞ্জের পুরোন রোড চাষাঢ়া টু শ্যামপুর। আমার জানা মতে মাননীয় মন্ত্রীর মন্ত্রণালয় থেকে প্লানিং কমিশনে ওইটা চলে গেছে। এই রাস্তাটা যদি হয়ে যায় তাহলে নারায়ণগঞ্জের মানুষের আর কোন চাহিদা থাকে না। এবং এটা খুব ই¤প্রটেন্ট পদ্মা সেতুর জন্য। আমি মাননীয় মন্ত্রী কাছে জানতে চাই এই কাজটি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে দ্রæত গতিতে সম্পন্ন হয়, সে ব্যাপারে ব্যবস্থা গ্রহন করবেন কিনা। তার উত্তরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যারা যে এলাকা নিয়ে কথা বলেন, যা হয়েছে সেটা নিয়ে কথা বলতে চান না। সেটা অবশ্যই আমাদের উল্লেখ্য করা উচিৎ। যা হয়নি সেটা জানতে চাইবেন এটা খুব স্বাভাবিক। আপনি (শামীম ওসমান) যে সড়কের কথা বলেছেন সেটা আমরা প্রাথমিক কাজ শেষ করেছি। আমরা পরিকল্পনা কর্পোরেশনের পাঠিয়ে দিয়েছি প্রকল্পটি। সেখানে একটি প্রক্রিয়া আছে, একনেক অনুমোদন হবে এই প্রসেসটি করার জন্য আমরা যোগাযোগ রাখবো। আপনাকেও যোগাযোগ রাখতে হবে। মাননীয় পরিকল্পনা মন্ত্রীর সাথে একটু কথা বলতে হবে, কথা না বললে কাজ হয় না। এছাড়া শামীম ওসমান নারায়ণগঞ্জে ৫শ’ শয্যা হাসপাতাল নিয়ে বলেন, ২০২১ সালে মাননীয় প্রধানমন্ত্রী নারায়ণগঞ্জে ৫শ’ শয্যা হাসপাতালের অনুমোদন দিয়েছেন। কিন্তু এখনো এই হাসপাতালের কাজ শুরু হয়নি। ‘কবে নাগাত এই হাসপাতাল হবে’ এমনটাই স্বাস্থ্য মন্ত্রীর কাছে জানতে চেয়েছেন একেএম শামীম ওসমান। গত মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্ন-উত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে শামীম ওসমান এই প্রশ্ন তুলে ধরেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। এমপি শামীম ওসমান বলেন, আজকে থেকে প্রায় ২০২১ সালের আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য একটি ৫০০ শয্যা হাসপাতাল দিয়েছিলেন। আজকে অত্যন্ত সুযোগ্য ও সম্মানিত ব্যাক্তি যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন। ২০২১ সালে জুলাই মাসে আমরা চিঠি দেই জাতির পিতার আরেকটি কণ্যা, যিনি বুকের মধ্যে হিমালয় পর্বত চাপা দিয়ে বসে আছেন, শেখ রেহানা। যিনি আজ পর্যন্ত হয়তো চিৎকার দিয়ে কানতেও পারেন নাই। আমরা নারায়ণগঞ্জ থেকে প্রস্তাব দিয়েছিলাম যে, শেখ রেহানার নামে এই হাসপাতালটি করা হোক। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্রাস্টি বোর্ড ২০২১ সালের ১১ জুলাই বলেছে, জাতির পিতার আরেক কণ্যা শেখ রেহানার নামেই এই ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি হবে। তিনি আরও বলেন, আমি নতুন মন্ত্রীকে অনুরোধ করবো। এই নাম করণটি কেনো এতো বিলম্ব হলো এই বিষয়ে তদন্ত করবেন কিনা, এবং কবে নাগাত এই হাসপাতাল নারায়ণগঞ্জে হবে সেই বিষয়ে আপনি আমাদের অবগত করবেন কিনা এই সংসদ অধিবেশনে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন প্রতি উত্তরে বলেন, আমি বিষয়টি অবগত হইলাম। আমি আশা করি বিষয়টি আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, যত দ্রæত সম্ভব কাজটি সমাধান করা যায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯