আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:৩২

বন্দরে অটো বাইক চাপায় শিশু নিহত

ডান্ডিবার্তা | ২১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:০৭ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ বন্দরে মামার বাড়িতে বেড়াতে এসে বেপরোয়া অটো ইজিবাইকের ধাক্কায় রায়হান (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ওই সময় উত্তেজিত জনতা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করে এবং ঘাতক আটো গাড়িটিতে অগ্নিসংযোগ করে। দুর্ঘটনার পর থেকে ঘাতক চালক রতন পালতক রয়েছে। সড়ক অবরোধের কারণে দীর্ঘ ২ ঘন্টা এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক অবরোধের কারণে অফিস ফেরত যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়। এদিকে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রæত ঘটনাস্থ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অপরদিকে বন্দর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শিশু রায়হান আড়াইহাজার থানার চৈতনকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে আহত শিশুর পিতা সোহেল মিয়া জানায়, আমার ছেলে রায়হান তার মামা জিলানীর একরামপুর এলাকাস্থ এডঃ কামরুন নাহার ময়না ভাড়াকৃত বাসায় বেড়াতে আসে। সন্ধ্যায় আমার ছেলে রায়হান রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতিতে আসা অটো ইজিবাইক আচমকা আমার ছেলেকে ধাক্কা দিলে সে গুরুতর জখম হয়। স্থানীয়রা দ্রæত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢামেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের বিষয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা