আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:০৬

হকারদের হুমকির পর যৌথ সভায় ৩ সিদ্ধান্ত

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহর যানজট ও হকার মুক্ত করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হকাররা বিভিন্ন বক্তব্য দিতে শুরু করেছে। গত ৩ ফেব্রæয়ারি জনপ্রতিনিধি ও প্রশাসনের বৈঠকের পরদিনই শহরের ফটুপাতগুলো হকারমুক্ত হয়ে যায়। এবং বৈধ কাগজ ছাড়া বাস চলাচলও বন্ধ হয়। অবমুক্ত হয় আলোচিত মীরজুমলা সড়ক। কিন্তু বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে আবারও হকার বসা শুরু হয়। এমনকি হকাররা আন্দোলন শুরু করে। গতকাল বৃহস্পতিবার সকালে হকাররা সমাবশে করে হুশিয়ারী দেয় যে, আগামী সোমবারের মধ্যে তাদের বসতে না দিলে তারা কঠোর আন্দোলনে যাবে। এমন পরিস্থিতিতে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসনের উদ্যোগে যানজট ও হকার ইস্যু নিয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মাহমুদুল হক। সভায় উপস্থিত ছিলেন, সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদ, আব্দুস সালাম, একেএম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি প্রমুখ। বৈঠক সূত্রে জানা যায়, সভায় নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার ইস্যু নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় শহরের ফুটপাতে কোনো হকার বসবে না। এবং বৈধ কাগজপত্র ছাড়া কোনো বাস শহরে প্রবেশ করতে পারবে না। এছাড়া হকারদের অযৌক্তিক আন্দোলন প্রতিহত করবে পুলিশ প্রশাসন। তবে হকারদের কাছ থেকে সরবরাহকৃত তালিকা পাওয়ার পর তাদেরকে শহরের বাইরে অথবা শহরতলীর কোথাও আলোচনা সাপেক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর হকারদের তালিকা জমা না দেয়া পর্যন্ত শহরে কোনো হকার বসতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে মেয়র আইভী বলেন, সিটি কর্পোরেশন হকারদের সমাবেশের কোন অনুমতি দেয় নাই, জেলা প্রশাসনের কোন অনুমতি ছিল না। কিভাবে হকার নামধারী খুনি, বাজে লোক, অবৈধ লোক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুংকার দেয়? এত বড় সাহস তারা কোথা থেকে পায় সেটা আমার বোধগম্য নয়। মানবিকতার খাতিরে আমি ৬শ‘ থেকে সাড়ে ৮শ‘ হকারের পূর্নবাসনের ব্যবস্থা করেছি। আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো, সেই লিস্ট চেক করার জন্য। যারা দোকান বিক্রি করে বাইরে বসেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন যেন একশ্যানে যায়। সভায় প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে শহরের যানজট ও ফুটপাত হকার মুক্ত রাখার ক্ষেত্রে সব সময় সহযোগিতা করবে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা