আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:০৬

তারা এত সাহস পায় কোথায়?

ডান্ডিবার্তা | ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, প্রেস ক্লাবের ডাকে আমরা সেদিন গোল টেবিল বৈঠকে বসেছিলাম। আলোচনা শেষে যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্তের আলোকেই কাজ হচ্ছে। আজকে একটি অনানুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়। কিভাবে নগর সমস্যা দ্রæত সমাধান করা যায় সেই লক্ষে আমরা আলোচনায় বসেছি। আমরা এমপি মহোদয়ের সাথে একমত যে, আমরা ভোটারদের অগ্রধিকার দেওয়া চেষ্টা করবো। সাধারণ মানুষের অধিকার হলো স্বস্তিতে হাটতে পারা। আমাদের সেই অধিকার নিশ্চিত করতে হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। মেয়র আইভী বলেন, গত বুধবার ২১শে ফেব্রæয়ারি ছিল, আজ ২২শে ফেব্রæয়ারি। সিটি কর্পোরেশন কোন অনুমতি দেয় নাই, জেলা প্রশাসনের কোন অনুমতি ছিল না। কিভাবে হকার নামধারী খুনি, বাজে লোক, অবৈধ লোক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে হুংকার দেয়? এত বড় সাহস তারা কোথা থেকে পায় সেটা আমার বোধগম্য নয়। মানবিকতার খাতিরে আমি ৬শ‘ থেকে সাড়ে ৮শ‘ হকারের অবস্থানের ব্যবস্থা করেছি। আমি এমপি মহোদয়কে অনুরোধ করবো, সেই লিস্ট চেক করার জন্য। যারা দোকান বিক্রি করে বাইরে বসেছে তাদের বিরুদ্ধে যেন প্রশাসন যেন একশনে যায়। তিনি বলেন, যারা শহরে হকারি করে, তারা হচ্ছেন নি¤œ আয়ের মানুষ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নি¤œ আয়ের মানুষদের প্রতি সহানুভূতিশীল। আমরা এমপি মহোদয়ের সাথে, প্রশাসনের সাথে মিলে তাদের জন্য চিন্তা করবো। কিন্তু কোন অবস্থাতেই বঙ্গবন্ধু রোডকে দখল করে, চুরি-ছিনতাই-ডাকাতি করে সরকারকে বদনাম করা, নারায়ণগঞ্জকে জিম্মি করাটা আমরা কেউই বরদাস্ত করবো না। বিকেএমইএ বরাবরই সাপোর্ট দিয়ে থাকে পুলিশকে ও কমিউনিটি পুলিশকে। আমি আশা করি তারা এইবারও সাপোর্ট দিবে। গত রোজায় মানুষ স্বাচ্ছন্দে চলাফেরা করতে পেরেছে। এর পিছনে ছিলেন ৫ আসনের এমপি মহোদয়। উনার নেতৃত্বে ও প্রশাসনের সহযোগিতায়, বিকেএমইএ‘র সহযোগিতায় যানজটমুক্ত শহর আমরা গত রোজায় পেয়েছিলাম। আশা করি এইবারও কাজটি যথারিতী হবে। প্রশাসন, সিটি কর্পোরেশন, জনপ্রতিনিধি আমাদের সকলেরই উদ্দেশ্য জনগণের সেবা করা, মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তা বজায় রাখা। এর আগে, নগর সমস্যা সমাধানে বৈঠকে বসেন জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। হকার, যানজট সহ বিভিন্ন সমস্যা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। এসময় জেলা প্রশাসক মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াৎ আইভী, সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসামনসহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা