আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:০৭

হতাশায় না’গঞ্জ জাপা’র রাজনীতি

ডান্ডিবার্তা | ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট হতাশার মধ্যে দিনানিপাত করছে নারায়ণগঞ্জ জাতীয়পার্টির মাঠ পর্যায়ের নেতৃবৃন্দ। দল ক্ষমতায় থাকলেও নারায়ণগঞ্জ ৫টি আসনের মধ্যে মাত্র ১টিতে জাতীয় পার্টির সংসদ সদস্য রয়েছে। আর বাকি চারটি আসনে জাতীয় পার্টির সাংসদ না থাকায় অনেকটাই হতাশার মধ্যে পার করছে জাতীয় পার্টির কর্মী সমর্থকরা। এদিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে আশানুরূপ আসন না পাওয়ায় হতাশায় ভোগছে জাতীয় পার্টি। এই হতাশার রেশ নারায়ণগঞ্জ জাপাতে প্রভাব পড়েছে। নারায়ণগঞ্জ জাপার রাজনীতি এখন দোদুল্যমান। বহুমুখি সমস্যা চেপে ধরেছে দলটিকে। সংসদ নির্বাচনের পর জাপার কপালে আওয়ামী লীগের বিটিম খেতাব পোক্তভাবে লেপ্টে গেছে। স্বকীয়তা হারিয়ে জাপা এখন আওয়ামী লীগে বিলীনের পথে। ২০২২ সালের শেষদিকে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির কমিটি গঠনের পর দলটির সাংগঠনিক কর্মকান্ডে কোন গতি আসেনি। নতুন নেতৃত্বের ব্যর্থতা দলটিকে আওয়ামী লীগের বিটিমে পরিণত করেছে। ২৫১ সদস্য বিশিষ্ট জেলা জাপার নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান যথাক্রমে সানাউল্লাহ সানু ও আবু নাঈম ইকবাল। অপরদিকে ১৭২ সদস্য বিশিষ্ট মহানগর জাপার সভাপতি হন মোদাচ্ছেরুল হক দুলাল আর সাধারণ সম্পাদকের পদ পান মো. আফজাল হোসেন। দলীয় কার্যালয় হলো রাজনীতিবিদদের সেকেন্ড হোম। সদর-বন্দর আসনের সাবেক এমপি প্রয়াত নাসিম ওসমান ছিলেন নারায়ণগঞ্জ জাপার প্রাণ। তখন বঙ্গবন্ধু সড়কে জাপার বিশাল কার্যালয় ছিলো। সেখানে রাতদিন নেতাকর্মীদের আনাগোনায় জমজমাট পরিবেশ বিরাজমান ছিলো। কিন্তু তিনি লোকান্তরিত হওয়ার পর জাপা কার্যালয়হীন হয়ে পড়ে। জেলা জাপার নেতাকর্মীরা অভিভাব ও কার্যালয়হীন যাযাবরে পরিণত হয়ে যান। দীর্ঘ ১০ বছরেও নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্রে জাতীয় পার্টি কোন কার্যালয় খুঁজে না পাওয়াটা নানা রহস্যের জন্ম দিচ্ছে। এসব নানা কারণে নারায়ণগঞ্জে জাতীয় পার্টির অনেক নেতাকর্মী দল বদল করে আওয়ামী লীগে যোগদান করছেন বলে জানা গেছে। সোনারগাঁয়ের প্রায় ৭০/৮০ জন নেতাকর্মী ইতোমধ্যেই জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। নারায়ণগঞ্জের পাঁচটি উপজেলাতেই জাতীয় পার্টির এমন করুণ চিত্র দেখা দিবে বলে ধারণা করা হচ্ছে। আওয়ামী লীগের করুণায় বেঁচে আছে জাতীয় পার্টি। আওয়ামী লীগের ডামি প্রার্থীর কাছেও জাপা প্রার্থীর শোচনীয় হার খুবই লজ্জাজনক। কিন্তু দলটির প্রধান জিএম কাদের বেহায়ার মতো সংসদে সরকারি দলের আজ্ঞাবহ গৃহপালিত বিরোধী দল হতেই লালায়িত। হয়েছেও তাই। নারায়ণগঞ্জে যাদের হাতে দলটির নেতৃত্ব অর্পণ করা হয়েছে তারা সবাই আনকোরা। দল পরিচালনার কোন যোগ্যতাই তাদের নেই বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকগন। সাংগঠনিক দক্ষতা অর্জনের মতো মেধাও নেই বেশিরভাগ নেতার। জেলা এবং মহানগর কমিটির নেতাদের সিংহভাগই নারায়ণগঞ্জের একটা বিশেষ পরিবারের আজ্ঞাবহ। জাপার কেন্দ্রীয় নেতাদের অবস্থা আরো করুণ। ত্রিমাত্রার কোন্দলে জর্জরিত কেন্দ্রীয় নেতৃত্ব। কোন্দলের বলি হয়েছেন এরশাদপতœী রওশন এরশাদ। সংসদ নির্বাচনে তাকে এবং তার ছেলেকে জাপা মনোয়ন দেয়নি। মনোনয়ন পাননি দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। জাপার সাংগঠনিক কাঠামো এতোটাই দুর্বল হয়ে পড়েছে যে, আগামীতে দলটি টিকে থাকবে কিনা এ নিয়েই প্রশ্ন দেখা দিয়েছে। কেন্দ্রের সংকট জেলায় জেলায় ছড়িয়ে পড়ছে। নারায়ণগঞ্জেও এর ঢেউ আছড়ে পড়ছে। নারায়ণগঞ্জ জাতীয় পার্টির রাজনীতি এখন খাদের কিনারে দাঁড়িয়ে। একবার পড়ে গেলে আর উঠে দাঁড়াবার শক্তি না পাওয়ার সম্ভাবনাই বেশী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা