আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ১০:৩২

পুরনো চেহারায় ফিরছে বন্দরের উত্তরাঞ্চল!

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট এক সময় বন্দরের উত্তরাঞ্চল সন্ত্রাসের জনপদ হিসাবে পরিচিত ছিল। কামু-সুরত আলীর পতনের পর অনেকটাই শান্ত বন্দরের উত্তরাঞ্চলের মদনপুর, কেওঢালা, ফুলহর ও মুরাদপুর। কিন্তু বতর্মানে আবার কিছু কিছু নেতা গজিয়েছে ক্ষমতার প্রভাব দেখিয়ে সেই জনপদকে আবারো উত্তাল করে তুলতে। কেহ কেহ নিজেকে ছাত্রলী, যুবলীগ পরিচয়ে ক্ষমতার প্রভাব আবার কেহ বিশেষ হাজী সাহেবের প্রভাব খাটিয়ে পরিবহন সেক্টর দখল, কেহ কেহ ক্ষতার প্রভাব দেখিয়ে কিছু শীর্ষ নেতাদের ছত্রছায়ায় থেকে জমি দখল বিশাল উমারত নির্মাণ ঠিকাদারীসহ নানা ভাবে বিভিন্ন কারখানা থেকে মাসোহারা নিয়ে রাতারাতি কোটিপতি বনে গিয়ে এখন ধরাকে সরা করে চলছেন। কেওঢালায় ইটভাটা, ফুলহরে সরকারি জায়গা দখল করে গাড়ির গ্যারেজ ও ডিপো, বিভিন্ন ক্লিনিক ও হাসপাতাল দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। কেহ প্রতিবাদ করার সাহস পায়না জীবন হারানোর ভয়ে। তারা একটাই বেপরোয়া সামান্য একটু প্রতিবাদ করলেই তাকে তুলে এনে ফুলহরের ইটভাটায় নিয়ে নির্যাণত করে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে মদনপুরে রয়েছে একাধিক ছিনতাই চক্র ও ভুমিদস্যু। তার করেছে গত বছর খুনের ঘটনাও ঘটেছে। আবার মাদক ব্যবসায়ীরা এ সকল নেতাদের ছত্রছায়ায় দেদার্সে ব্যবসা করছে। বিনিময়ে পাচ্ছে তারা মাসোহারা শুধু তাই নয় এসনও অভিযোগ রয়েছে কথিত ক্ষমতাসীন দলের কেহ কেহ মাদক ব্যবসায়ীদের সেল্টারসহ ব্যবসার পুঁজিও দিয়ে থাকেন। এভাইে ফের উত্তপ্ত হতে শুরু করেছে বন্দরের উত্তরাঞ্চল। তাদের আবার বিশাল সন্ত্রাসী বাহিনী রয়েছে। এ সকল বাহিনীর ভয়ে অনেকে মুখ খুলতে সাহস পায়না। তাই স্থানীয়দের দাবি র‌্যাবসহ আওয়ামীলীগের নীতিনির্ধকরা যদি এদের প্রতি নজর না দেয় তবে পুনরায় বন্দরের উত্তারঞ্চল সন্ত্রাসের জনপদে পরিনত হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা