আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৮:০৮

শ্বশুরবাড়ির লোকজনের দেয়া আগুনে গৃহবধূর আসবাবপত্র পুড়ে ছাই

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট খানপুর এলাকার মনসুর আহমেদ এর মেয়ে মিতু আহমেদের ফ্লাটে আগুন দিয়ে আসবাবপত্র পুড়ে দেয়ার অভিযোগ উঠেছে তারই শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শুক্রবার দুপরে কদমতলীর শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের বাড়ীতে এ ঘটনা ঘটে। এঘটনায় গৃহবধূ মিতু আহমেদ বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে কদমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও গৃহবধূর বরাত থেকে জানা যায়, নারায়ণগঞ্জের খানপুর এলাকার মনসুর আহমেদ এর মেয়ে মিতু আহমেদ, তার বিয়ে হয় শ্যামপুর পালপাড়া এলাকার মৃত সিরাজ দেওয়ানের পুত্রর সাথে। গত শুক্রবার দুপরে গৃহবধূর শ্বশুরবাড়ি লোকজন পূর্ব পরিকল্পিতভাবে তার ঘরে আগুন দিয়ে মৃত সিরাজ দেওয়ানের মেয়ে ও বাদীর নোনাশ পলি বেগমকে দিয়ে তাকে ফোন দিয়ে ফ্লাটে আগুন লেগেছে বলে জানায়। খবর শুনেই বাদী তার পিতার বাড়ী নারায়ণগঞ্জ থেকে ছুটে যায় শশুর বাড়ীতে। শশুরবাড়ী এসে দেখে তার ঘরে যা ছিল সমস্ত কিছুই পুরে গেছে। পরবর্তীতে গৃহবধূ তার ঘরেই কিভাবে আগুন লাগল জানতে চাইলে তার শাশুড়ী বিবাদী দেলোয়ারা বেগম ভাশুর তাইজুউদ্দিন আহমেদ, দেবর সালাউদ্দিন আহমেদ দিপু ও স্বামী সাইজুদ্দিন আহামেদ শিপু তার সাথে তর্ক বিতর্ক করে। একপর্যায়ে গৃহবধূকে তার দেবর ও ভাশুর এলোপাতাড়ি কিল ঘুষি মেরে বাড়ী থেকে বের করে দেয়, এসময় ওই গৃহবধুর মা ও বাবা প্রতিবাদ করলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় বাদীর ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা ও স্বর্ণালংকার বিবাদীরা নিয়া যায়। গৃহবধূ জানায় তার ঘরে থাকা প্রায় ৪ লক্ষ টাকার মালামাল পুড়ে যায়। এই ঘটনায় কদমতলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, আগুন ও মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা