আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | সকাল ৮:২৭

শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটো রিক্সা

ডান্ডিবার্তা | ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে কিছুদিন পূর্বে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে একটি গোল টেবিল বৈঠক করা হয় যেখানে উপস্থিত ছিলেন সিটি মেয়র সেলিনা হায়াত আইভি, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমানসহ সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জ পুলিশ সুপার। এই গোল টেবিল বৈঠক থেকে সিদ্ধান্ত করা হয়, নারায়ণগঞ্জে অবৈধ স্ট্যান্ড এবং অবৈধ যানবাহনসহ ফিটনেস বিহীন সকল প্রকার যানবাহ চালানো যাবে না। তবে তিন থেকে চার দিন এ নিয়ম মানলেও পরবর্তীতে এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে শহরের বুকে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ অটোরিক্সা। তথ্যসূত্রে জানা যায় কিছু অসাধু পুলিশ কর্মকর্তা এবং কিছুসংখ্যক নামধারী ও কার্ডধারী সাংবাদিক পরিচয়দানকারী ব্যক্তিদের ছত্রছায়ায় প্রকাশ্যে শহরের বুকে চলছে এই অবৈধ অটো রিক্সা বাণিজ্য। নামধারী সাংবাদিকদের প্রতিটি অটো রিক্সার জন্য দিতে হয় প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে। এর বিনিময়ে পুলিশ গাড়ি ধরলেই সেই কথিত সাংবাদিক সাহেব ফোনালাপ এর মাধ্যমে দেন দরবার করে রিক্সাটি ছাড়িয়ে নেন ট্রাফিক পুলিশের কাছ থেকে। এর ফলে একটি অসাধু চক্র প্রতিনিয়ত হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের টি আই এডমিন শেখ এম এ করিমের সাথে যোগাযোগ করার জন্য তাকে কয়েকবার মুঠোফোন করলে ফোন ধরেননি করিম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা