
ডান্ডিবার্তা রিপোট ফতুল্লার পাগলা এলাকায় সাংবাদিক পরিচয়ে মো. নিরব হোসেন সজল নামে এক প্লামবার ও সেনেটারী মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তিনজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে। উক্ত কথিত সাংবাদিকরা নিরবকে তার কর্মস্থল থেকে ডেকে পাগলা মেরিএন্ডারসনে নিয়ে তাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়া ভিডিও করিতে থাকে এবং বলতে থাকে যে, “এই অবৈধ ব্যবসা কতদিন যাবৎ করস, আমরা থানা থেকে এসেছি, বেশি কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দিব, আমাদের এখনই একলক্ষ টাকা দিবি’ এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ ও চড় থাপ্পর মারিতে থাকে। এ বিষয়ে তারা দুইবার উক্ত মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং পুনরায় ১ লক্ষ টাকা দাবী করে। প্রতিনিয়তই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে থাকে এই ৩ কথিত সাংবাদিক। তাদের এরুপ কর্মকান্ড থেকে রক্ষা পেতে নিরব হোসেন সজল জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, মোঃ নিরব হোসেন সজল, আমি একজন কনষ্ট্রাকশন সাইডে প্লামবার, সেনেটারী মিস্ত্রি এবং দীর্ঘ ৮ বৎসর যাবৎ আমি এই কাজ করে আসছি। গত ২০ জানুয়ারি আমি বউবাজারস্থ একস্থানে কাজ করার সময় বিবাদী শফিকুল ইসলাম @ মলম শফিক, পিতা-অজ্ঞাত, সাং-পাগলা রসূলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, দুলাল আহমেদ, সাং-শিয়াচর তক্কারমাঠ, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, পিতা-অজ্ঞাত, রাসেল, পিতা-অজ্ঞাত, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ আমাকে আমার মোবাইল ফোনে বিবাদী শফিক, আমাকে বলে তারা নাকি সাংবাদিক এবং আমি নাকি একজন ‘অবৈধ গ্যাসের সংযোগদাতা’ আমাকে ফোনের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। তারা আমাকে পাগলা মেরিন্ডারসনে ডাকলে আমি ও আমার সাথে কর্মরত একজন লোক-হাবিবকে সাথে নিয়ে ঘটনাটি জানতে গেলে উক্ত বিবাদীরা আমাকের আটক করে তাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়া ভিডিও করতে থাকে এবং বলতে থাকে যে, “এই অবৈধ ব্যবসা কতদিন যাবৎ করস, আমরা থানা থেকে এসেছি, বেশি কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দিব, আমাদের এখনই একলক্ষ টাকা দিবি’ এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ ও চড় থাপ্পর মারতে থাকে। আমি তাদের অত্যাচারের কারন জিজ্ঞাসা করলে বিবাদীরা আমাকে বলে, তারা নাকি সাংবাদিক এবং আমি নাকি ‘অবৈধ গ্যাসের সংযোগদাতা’ আমি যদি তাদেরকে এখন একলক্ষ টাকা না দেই তাহলে আমাকে মেরে, লাশ গুম করে ফেলবে এবং আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। আমি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে বিবাদীদের চাপে ও ভয়ে আতঙ্কিত হয়ে তাদেরকে বিশ হাজার টাকা দিতে বাধ্য হই। বিশ হাজার টাকা দেওয়ার পর বিবাদীরা আমাকে ভয়ভীতি দেখিয়ে গত ৪ ফেব্রæয়ারি বিবাদী দুলাল আমাকে পাগলা শাহীবাজারে ডেকে নিয়ে আমার কাছ থেকে পুনরায় বিশ হাজার টাকা হাতিয়ে নেয়। বিবাদীরা আমাকে প্রতিনিয়তই তাদের দাবীকৃত টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি একজন অসহায় লোক। আমি একজন দিনমজুর। উক্ত বিবাদীরা আমাকে প্রতিনিয়তই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করছে। বিবাদী শফিক নিজেকে (নিউজ ২১) এর সাংবাদিক, দুলাল নিজেকে (সংবাদ নারায়ণগঞ্জ নামক অনলাইনের সাংবাদিক) এবং রাসেল নিজেকে (সিএনএন বাংলা এর সাংবাদিক) বলে নিজেদের পরিচয় দিয়ে এই ভাবে বিভিন্ন লোককে ভয়ভীতি দেখিয়ে এবং পুলিশ ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করে। তিনি পুলিম সুপারের কাছে এর প্রতিকার চান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯