আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | ভোর ৫:১৪

ফতুল্লার তিন কথিত সাংবাদিকের বিরুদ্ধে এসপি দফতরে অভিযোগ

ডান্ডিবার্তা | ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোট ফতুল্লার পাগলা এলাকায় সাংবাদিক পরিচয়ে মো. নিরব হোসেন সজল নামে এক প্লামবার ও সেনেটারী মিস্ত্রিকে ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে তিনজন কথিত সাংবাদিকের বিরুদ্ধে। উক্ত কথিত সাংবাদিকরা নিরবকে তার কর্মস্থল থেকে ডেকে পাগলা মেরিএন্ডারসনে নিয়ে তাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়া ভিডিও করিতে থাকে এবং বলতে থাকে যে, “এই অবৈধ ব্যবসা কতদিন যাবৎ করস, আমরা থানা থেকে এসেছি, বেশি কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দিব, আমাদের এখনই একলক্ষ টাকা দিবি’ এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ ও চড় থাপ্পর মারিতে থাকে। এ বিষয়ে তারা দুইবার উক্ত মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় এবং পুনরায় ১ লক্ষ টাকা দাবী করে। প্রতিনিয়তই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করে থাকে এই ৩ কথিত সাংবাদিক। তাদের এরুপ কর্মকান্ড থেকে রক্ষা পেতে নিরব হোসেন সজল জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করেন, মোঃ নিরব হোসেন সজল, আমি একজন কনষ্ট্রাকশন সাইডে প্লামবার, সেনেটারী মিস্ত্রি এবং দীর্ঘ ৮ বৎসর যাবৎ আমি এই কাজ করে আসছি। গত ২০ জানুয়ারি আমি বউবাজারস্থ একস্থানে কাজ করার সময় বিবাদী শফিকুল ইসলাম @ মলম শফিক, পিতা-অজ্ঞাত, সাং-পাগলা রসূলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ, দুলাল আহমেদ, সাং-শিয়াচর তক্কারমাঠ, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, পিতা-অজ্ঞাত, রাসেল, পিতা-অজ্ঞাত, সাং-দাপা ইদ্রাকপুর, থানা-ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ আমাকে আমার মোবাইল ফোনে বিবাদী শফিক, আমাকে বলে তারা নাকি সাংবাদিক এবং আমি নাকি একজন ‘অবৈধ গ্যাসের সংযোগদাতা’ আমাকে ফোনের মাধ্যমে বিভিন্ন ভয়-ভীতি প্রদর্শন করতে থাকে। তারা আমাকে পাগলা মেরিন্ডারসনে ডাকলে আমি ও আমার সাথে কর্মরত একজন লোক-হাবিবকে সাথে নিয়ে ঘটনাটি জানতে গেলে উক্ত বিবাদীরা আমাকের আটক করে তাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়া ভিডিও করতে থাকে এবং বলতে থাকে যে, “এই অবৈধ ব্যবসা কতদিন যাবৎ করস, আমরা থানা থেকে এসেছি, বেশি কথা বললে পুলিশ দিয়ে ধরিয়ে দিব, আমাদের এখনই একলক্ষ টাকা দিবি’ এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ ও চড় থাপ্পর মারতে থাকে। আমি তাদের অত্যাচারের কারন জিজ্ঞাসা করলে বিবাদীরা আমাকে বলে, তারা নাকি সাংবাদিক এবং আমি নাকি ‘অবৈধ গ্যাসের সংযোগদাতা’ আমি যদি তাদেরকে এখন একলক্ষ টাকা না দেই তাহলে আমাকে মেরে, লাশ গুম করে ফেলবে এবং আমার পরিবারের লোকজনদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে। আমি ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে বিবাদীদের চাপে ও ভয়ে আতঙ্কিত হয়ে তাদেরকে বিশ হাজার টাকা দিতে বাধ্য হই। বিশ হাজার টাকা দেওয়ার পর বিবাদীরা আমাকে ভয়ভীতি দেখিয়ে গত ৪ ফেব্রæয়ারি বিবাদী দুলাল আমাকে পাগলা শাহীবাজারে ডেকে নিয়ে আমার কাছ থেকে পুনরায় বিশ হাজার টাকা হাতিয়ে নেয়। বিবাদীরা আমাকে প্রতিনিয়তই তাদের দাবীকৃত টাকা দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি একজন অসহায় লোক। আমি একজন দিনমজুর। উক্ত বিবাদীরা আমাকে প্রতিনিয়তই শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করছে। বিবাদী শফিক নিজেকে (নিউজ ২১) এর সাংবাদিক, দুলাল নিজেকে (সংবাদ নারায়ণগঞ্জ নামক অনলাইনের সাংবাদিক) এবং রাসেল নিজেকে (সিএনএন বাংলা এর সাংবাদিক) বলে নিজেদের পরিচয় দিয়ে এই ভাবে বিভিন্ন লোককে ভয়ভীতি দেখিয়ে এবং পুলিশ ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাৎ করে। তিনি পুলিম সুপারের কাছে এর প্রতিকার চান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা