
বন্দর প্রতিনিধি বন্দরের উত্তরাঞ্চলে বৃদ্ধি পেয়েছে মাদক ব্যবসা। সিন্ডিকেটের মাধ্যমে কতিপয় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় মদনপুর, ফুলহর, আন্দিরপাড়, গকুলদাশেরবাগ, হরিপুর, মুরাদপুর ও বঙ্গশাসন এলাকায় মাদকে সয়লাব হয়ে পড়েছে। এ সকল এলাকায় হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে। এ সকল এলাকার মাদকের সব চেয়ে বড় ডিলার ফেন্সী কবির মেম্বার। গকুলদাশেরবাগ এলাকায় তার বিশাল সিন্ডিকেট রয়েছে। অপরদিকে রয়েছে মদনপুরের আন্দিরপাড়ে সোহেল মেম্বার। তারা একাধিকবার গ্রেফতার হলেও তাদের এই মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না। গতকাল মঙ্গলবার বন্দরের হরিপুরে পুলিশ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ রুবেল(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় অপর মাদক ব্যবসায়ী ডিস মনিরের ছেলে ইমন পালিয়ে যায়। সে একই এলাকার মাদবর বাড়ির আহাম্মদ উল্লাহর ছেলে বলে জানা গেছে। সে ফেন্সি কবিরের মাল বিক্রি করে। এই ফেন্সি কবির নিজে মাদক ব্যবসা ছেড়ে দেয়ার প্রতিশ্রæতি দিয়ে একবার ধামগড় ইউপির মেম্বার নির্বাচিত হয়েছিল। কিন্তু সে তার পুরনো ব্যবসা ছাড়াতে পারেনি। যার কারণে সে গত নির্বাচনে পরাজিত হয়েছে। এছাড়া মদনপুরের আন্দিপাড় এলাকায় সোহেল মেম্বার আরও একজন মাদকের ডিলার। সে মাদকসহ গ্রেফতার হলেও পরে জামিনে এসে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। আর এ সকল মাদক ব্যবসায়ীদের কিছু রাজনৈতিক নেতা সেল্টার দিচ্ছে বলে এলাকাবাসী জানান। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ফুলহরের উঠতি বয়সের এন নেতা যিনি বন্দর উপজেলা চেয়ারম্যানের প্রিয়পাত্র সেই নেতার সেল্টারে এবং হাজী সাহেব নাম করে যিনি বিভিন্ন এলাকা দখল পরিবহন সেক্টর দখলে রেখেছে এ সকল নেতারা তাদের নিজেদের হাতকে শক্তিশালী করতে মাদক ব্যবসায়ীদের সেল্টার দিয়ে যাচ্ছে। এলাকাসূত্রে জানা গেছে, কিছু দিন আগে মাদক ব্যবসায়ী ইমন ও রুবেল ডিবি পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হলেও কথিত নেতাদের তদবিরে তারা ছাড়া পায়। গত বছরের অক্টোবর মাসে ফেন্সি কবির মামলা খেলে সে মাদক ব্যবসায়ী রুবেলের বাড়িতে আত্মগোপন করে থাকে। এ সকল মাদক ব্যবসায়ীদের কারনে ধ্বংস হচ্ছে যুব সমাজ ও স্কুল কলে যাওয়া ছাত্রীরা হচ্ছে ইভটিজিংয়ের শিকার। তবে ধামগড় পুলিশ ফাঁড়ি এ সকল মাদক ব্যবসায়ীদের সাথে সখ্যতা রয়েছে বলেও এলাকাবাসীর অভিযোগ। মাঝে মধ্যে ধামগড় ফাঁড়ির কতিপয় পুলিশ কর্মকর্তাকে তাদের সাথে আড্ডা করতে দেখেন এলাকাবাসী। যার করণে আরো বেপরোয়া ভাবে এ সকল মাদক ব্যবসায়ীরা নির্বিঘেœ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। এদিকে গতকাল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রুবেল গ্রেফতার হলেও বিকাল পর্যন্ত পুলিশের সাথে তাদের দরকষাকষির খবর পাওয়া গেছে। পরে তাদের গাড়ি তুলে নিয়ে যায় সাদা পোষাকধারী পুলিশ। রাতে তাদের কাঁচপুর এলাকা থেকে পুলিশ ছেড়ে দেয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯