আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৮:৩৩

ধামগড়ে রাস্তার নির্মাণ বন্ধ চলাচলে জনদুর্ভোগ চরমে

ডান্ডিবার্তা | ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জসিরপাড় হতে মনার বাড়ি বাদশা মিয়ার বাড়ি পর্যন্ত একটি রাস্তার নির্মাণ কাজ অসমাপ্ত থাকায় স্থানীয় বাসিন্দাদের চলাচল ব্যাহত হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাস্তাটি নির্মাণ সম্পন্ন করার সম্পূর্ণ বাজেট আসলেও অদৃশ্য কারণে তা সম্পূর্ণ করা হয়নি। বর্তমানে হযরত আবুযর গিফারী (রাঃ) জামে মসজিদ পর্যন্ত এসে রাস্তাটির নির্মাণ কাজ আটকে আছে। ২০২০ সালে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করা হলেও প্রায় ৩ বছর যাবৎ অসমাপ্ত অবস্থায় রাস্তাটি পড়ে আছে। সরকারি অর্থের অপচয় হয়েছে এবং রাস্তাটির বেহাল দশার কারণে জনদুর্ভোগ বেড়েছে। অতিদ্রæত রাস্তাটির অসমাপ্ত কাজ সমাপ্ত করে জনগণের চলাচলকে সুগম করতে সদর ও বন্দর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনের হস্তক্ষেপ কামনা করছি’। এ বিষয়ে বুধবার রাতে চেয়ারম্যান কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত। স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে যোগাযোগ করে অতি শীঘ্রই রাস্তাটি মেরামত ও অসমাপ্ত কাজটি সমাপ্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা