আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:২৮

বন্দরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে রেলওয়ে জায়গায় দখল

ডান্ডিবার্তা | ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৫০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে রেলওয়ের জায়গা দখল করে দোকান স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম মোস্তফার ছেলে টিটুর বিরুদ্ধে। দখল হয়ে যাওয়া সেই জায়গায় পাকা স্থাপনা উঠছে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের চোঁখের সামনেই। গত কয়েক সপ্তাহ ধরেই ট্রাকের মাধ্যমে বালু ফেলে জলাশয় দখল করে পাকা দোকান স্থাপনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, রেলওয়ের কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের কর্মচারীদের যোগসাজশে এসব দোকান নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে বীর মুক্তিযোদ্ধা মৃত গোলাম মোস্তফার ছেলে টিটু ১১৮ শতাংশ জায়গা রেলওয়ে থেকে কৃষি লীজ নেন। এরপর থেকে ওই জমির উপর টিনসেড ঘর নির্মাণ করে বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসলেও সেখানে কোনো পাকা স্থাপনা নির্মাণ হয়নি। কিন্তু টিনসেড ঘর ভেঙ্গে গত কয়েক সপ্তাহ ধরে ট্রাকে করে বালু দিয়ে জমি ভরাট করে ওই জায়গায় স্থায়ীভাবে পাকা স্থাপনা মির্মাণ কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে টিটুর ম্যানেজার মুছা জানান, প্রায় ৩০/৩৫ বছর ধরে রেলওয়ে থেকে ১১৮ শতাংশা জায়গা টিটু সাহেব লীজ নিয়েছে। আমরা লীজকৃত জায়গায় পাকা স্থাপনা নির্মাণ কাজ করে যাচ্ছি। এছাড়াও লীজকৃত জায়গায় পাকা স্থাপনা করা যাবে বলেও তিনি জানান। তিনি আরও বলেন, গত সপ্তাহে এসিল্যান্ড সরেজিমনে এসে দেখে গেছে এবং লীজের কাগজপত্র নিয়ে গেছি। আপনি প্রয়োজনে এসিল্যান্ড, ইউএনও ও চেয়ারম্যান সাহেবদের সাথে কথা বলতে পারেন। এবিষয় বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বেলায়েত হোসেন জানান আমি এ বিষয়ে বন্দর উপজেলা প্রশাসনকে অবগত করেছি ব্যবস্থা নেয়ার জন্য। এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান জানান, আমি এই বিষয়টি এখনি দেখতেছি বলে জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা