আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৬

আ’লীগে কর্মীদের অবমূল্যায়ন!

ডান্ডিবার্তা | ০১ মার্চ, ২০২৪ | ১২:১২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের অভ্যন্তরীন দ্বন্ধ প্রকাশ্য রূপ ধারণ করছে অভিমত নেতাকর্মীদের। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, নিজ দলের নেতাকর্মীদের মধ্যকার দলীয় কোন্দলের বিষয়টি বর্তমানে সবচেয়ে বড় ইস্যুতে পরিণত হয়ে দাড়িয়েছে। ২০০৮ থেকে শুরু করে ২০২৪ টানা প্রায় দেড় যুগ ধরে ক্ষমতায় থাকায় নেতাকর্মীদের মধ্যে পাওয়া না পাওয়া, শক্তি প্রর্দশন ও ক্ষমতার লড়াই সহ নানা বিষয়ে মতবিরোধ, অন্তর্কলহ ও কোন্দল মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাচ্ছে। তাদের মতে, এই সকল মতবিরোধ, অন্তর্কলহ, কোন্দল ধীরে ধীরে সংঘাতে পরিণত হচ্ছে। বিভিন্ন উপজেলা কমিটি নিয়ে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যেও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে জানা যায়। সবমিলিয়ে অভ্যন্তরীন দ্বন্ধ-কোন্দল এখন জেলা আওয়ামীলগের অপর নাম। আর এ দ্বন্দ-কোন্দলের কারণে নেতাকর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে। জেলা আওয়ামীলীগের একাংশের কয়েকজন নেতা বলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে কিংবা সভা-সমাবেশে অংশগ্রহণের জন্য সভাপতি বা সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের মূল্যায়ন করেন না। নেতাকর্মীদের অবহিত না করে নিজেরা ইচ্ছেমতো বিভিন্ন অনুষ্ঠান ও সভা করে থাকেন, ফলে দলীয় ঐক্য নষ্ট হচ্ছে। এছাড়া কোনো থানা বা উপজেলা কমিটি গঠনের বিষয়েও তারা কারো সাথে আলাপ-আলোচনা ছাড়াই কমিটি ঘোষণা করে দেন, ফলে দ্বন্দ আরো তীব্র হচ্ছে। তারা আরও বলেন, তাদের এহেন কর্মকান্ডে জেলা আওয়ামী লীগ আজ বিভক্ত। অপরদিকে জেলা আওয়ামীলীগের অপরাংশের কয়েকজন নেতা বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক সকল নিয়ম মেনে সকলকে সাথে নিয়েই চলতে চায়। কিন্তু একটি পক্ষ শুধু শুধুই দ্বন্দ-কোন্দল সৃষ্টি করার জন্য বিরোধীতা করছে। তবে, এ পরিস্থিতি আর থাকবে না। দলের ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে শক্তিশালী করতে যা প্রয়োজন তাই করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা