
ডান্ডিবার্তা রিপোর্ট গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় স¤প্রসারিত হচ্ছে নতুন মন্ত্রিসভা। বেইলি রোডের দুর্ঘটনার কারণে নতুন মন্ত্রিসভার খবর এখন ধামাচাপা পড়ে গেছে। কিন্তু তারপরও গত রাত থেকেই যারা নতুন মন্ত্রী হবেন, তারা টেলিফোন পেয়েছেন। এখন পর্যন্ত আটজন নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী শপথ নেবেন বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। এই তালিকার মধ্যে আওয়ামী লীগের জনপ্রিয় হেভিওয়েট নেতারা কেউই নেই। মন্ত্রিসভার স¤প্রসারণের গুঞ্জনের মধ্যে যাদের নাম নিয়ে আলোচনা হচ্ছিল, তাদের মধ্যে ডা. রোকেয়া সুলতানা, ওয়াসিকা আয়শা খান ছাড়া আর কোন আলোচিত ব্যক্তি নেই। এই তালিকায় বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের প্রায় অপরিচিত মুখকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১১ জানুয়ারি ৩৭ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল। সেই সময় এই মন্ত্রিসভা অপূর্ণ ছিল। গত ২৬ ফেব্রæয়ারি গেজেট প্রকাশের পরপরই সংরক্ষিত আসনে ৫০ জন নারী সংসদ সদস্যকে এমপি হিসেবে সংসদে বরণ করে নেওয়া হয়। এরপর থেকেই মন্ত্রিসভার গুঞ্জন ছিল। গত রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় যে, মন্ত্রিসভার স¤প্রসারিত সদস্যদের শপথ হচ্ছে আজ সন্ধ্যা সাড়ে ৭ টায়। কিন্তু এই তালিকায় এখন পর্যন্ত টেলিফোন পাননি আওয়ামী লীগের জনপ্রিয় নেতারা। মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বাহাউদ্দিন নাছিম, মাহবুবউল আলম হানিফ, মির্জা আজম, এস এম কামাল হোসেন এর মতো জনপ্রিয় নেতারা এবারও মন্ত্রিসভায় স্থান পাননি। আর এই জনপ্রিয় নেতাদেরকে মন্ত্রিসভায় স্থান না দেওয়া নিয়ে আওয়ামী লীগের মধ্যে নানামুখী আলাপ আলোচনা হচ্ছে। অনেকেই মনে করছেন যে, রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে মাঠের নেতাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি। এদেরকে পূর্ণকালীন সংগঠন দেখার দায়িত্ব দেওয়া হয়েছে। এ কারণে মন্ত্রিসভায় তাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি। তবে অনেকেই মনে করছেন যে, মন্ত্রিসভা নিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিন্ন কৌশল রয়েছে। তিনি বিভিন্ন এলাকায় আনকোরা নতুন মুখদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। এর মধ্য দিয়ে তিনি যেমন নতুন নেতৃত্ব তৈরী করার চেষ্টা করছেন, তেমনি চমক দিয়ে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা ব্যক্তিদেরকে একটি সুযোগও দিতে চাইছেন। এখন এই সুযোগ তারা কিভাবে কে কতটা কাজে লাগাবে সেটাই দেখার বিষয়। তবে মন্ত্রিসভায় আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অন্তত দুইজন সম্পাদকমÐলীর সদস্য স¤প্রসারিত মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া যাচ্ছে। এর মধ্যে রয়েছেন শামসুন্নাহার চাঁপা। তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অন্যদিকে ডা. রোকেয়া সুলতানাও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। মন্ত্রিসভার স¤প্রসারণের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যেমন নতুন মুখ দেখেছেন তেমনি এলাকার বিন্যাস এবং বণ্টন দেখেছেন। তাছাড়া যে সমস্ত নেতারা মাঠে জনপ্রিয় তাদেরকে পরিকল্পিত ভাবেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি বলে ধারণা করা হচ্ছে। কারণ আওয়ামী লীগের ভেতর যে দ্ব›দ্ব কোন্দল সংঘাত তা বেড়েই যাচ্ছে তাতে সাংগঠনিক সম্পাদকদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে চাননি আওয়ামী লীগ সভাপতি। সেই বিবেচনা থেকে এবারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি আওয়ামী লীগের জনপ্রিয় নেতাদের।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯