
ডান্ডিবার্তা রিপোর্ট নিত্যদিনের প্রতিবেলা খাবারের বড় একটি অংশ জুড়ে থাকে শাক-সবজি। তবে এই শাক-সবজির বা কাঁচা বাজারের দাম ওঠা-নামা করে প্রতিদিনই। তাই পাঠকের সুবির্ধাতে নগরীর দীগুবাবুর বাজারে সরেজমিনে আজকের বাজারদর উপস্থাপন করা হলো। গতকাল শনিবার বাজারের বিভিন্ন দোকার ঘুড়ে জানা যায়, সকল সবজির রাজা আলু (লাল) বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ দরে আর সাদা আলুও বিক্রি হচ্ছে ১২০ টাকায়। তাছাড়া দেশি পিয়াজ ৫ কেজি বা এক পাল্লা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। অন্যদিকে পুরান পেয়াজ বিক্রি হচ্ছে ৫২০ খেকে ৫৪০ টাকায়। এ ছাড়া কাচা মরিচ বিক্রি হচ্চে প্রতি কেজি ৭০ টাকায়। বাজারে আজ সিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫০ টাকায়, গাজর প্রতি কেজি ৩০ টাকায়, দুনদুল প্রতি কেজি ৬০ টাকায়, কালো বেগুন প্রতি কেজি ৬০ টাকায়, মরটশুটি প্রতি কেজি ৪০, টমেটো প্রতি কেজি ৪০ টাকায়, মুলা প্রতি কেজি ৩০ টাকায়, বেগুন লম্বা প্রতি কেজি ৬০ টাকায়, লাউ প্রতি পিস (বিভিন্ন আকারে) ৬০ টাকা, মিস্টি কুমরা কেজিতে ৩০ টাকা। তাছাড়া ফুল কপি বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০ টাকায়, লাল শাক ও পালোং শাক প্রতি কেজি ৩০ টাকায়, মোটা লতি বিক্রি হচ্ছে ৭০ টাকায় কেজি প্রতি। প্রতি পিস পেপে ৪০ টাকায়, দেশি লতি ৬০ টাকায়, সিমের বিচি ৮০ টাকায়, পুইশাক ৩০, শসা ৬০, পটল ১৫০, উস্তা ১৪০ টাকা কেজি। দেশি আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি, অন্যদিকে বিদেশি আদা বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। রসুন (দেশি) ১৩০ টাকায় ও চায়না ২০০ থেকে ২১০ টাকা কেজি। কহি প্রতি কেজি ৫০ টাকায়, ডেরস প্রতি কেজি ১২০ টাকায়, মিষ্টিআলু প্রতি কেজি ৩০ টাকায়, দনিয়া পাতা প্রতি কেজি ৪০ টাকায়, বাধা কপি প্রতিপিস ৩০ টাকায়, লেবুর হালি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায় তবে লেবুর ধরন ভেদে দামের পরিবর্তন হতে পারে। শুকনো মরিচ (হাইব্রিড) ৩৫০ টাকায় অন্যদিকে দেশি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজিতে। বরভটি প্রতি কেজিতে ১০০ টাকা, খোলা হলুদ ৩৬০ টাকায়, কাঁচা মরিচ ৫৬০ টাকায়, ছোলা ১০৫ থেকে ১১০ টাকায়। সরকারি নির্দেশনার পরও কমেনি তেলের দাম। আজও বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৭০ টাকা লিটার, খোলা সোয়াবিন তেল ১৫৫ টাকায়, সরিষার তেল ১৮৫ থেকে ২০০ টাকা লিটার। মাংশের বাজারেও রয়েছে দামের ওঠানামা। বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি, লালকক ৩১০ টাকায়, গরুর মাংশ প্রতি কেজি ৭৮০, ভেড়া-বকরি মাংশ ১০০০ টাকা অন্যদিকে, ছাগলের মাংশ ১১০০ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে পাইকারি দরে দেশি মুরগীর দিম প্রতি হালি ১৪৫ টাকা, কক মুরগির প্রতি হালি ৭০ টাকায়, ফারম সাদা মুরগির ডিম প্রতি হালি ৪০ টাকায়, লাল মুরগির ডিম প্রতি হালি ৪২ টাকায়, হাসের ডিম ৬০ টাকায়, তাছাড়া কোয়েল পাখির ডিম প্রতি হালি ১৪ টাকায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯