
ডান্ডিবার্তা রিপোর্ট প্রধানন্ত্রী শেখ হাসিনার টেবিলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি নিয়ে বিদ্রোহ করা নেতাদের নালিশ। বিদ্রোহদের নালিশের বিপরীতে মূলধারার নেতাদের নালিশ পাত্তাই পাচ্ছে না। এছাড়া মহানগরের ওয়ার্ডগুলোতে মূলধারা নেতাদের দ্বারা গঠিত কমিটির থেকেও অধিক শক্তিশালী কমিটি প্রস্তুত রেখেছেন বিদ্রোহী নেতারা। কেন্দ্রীয় নেতাদের দ্বারপ্রান্তে থাকা নালিশের জবাব পেলেই পাল্টা কমিটি গঠন করতে পারেন বিদ্রোহীরা। যার কারণে বিদ্রোহীদের চাপে মূলধারার নেতাদের অবস্থা বেগতিক আর স্বেচ্ছাচারিতার মাধ্যমে গঠিত ওয়ার্ড কমিটি টিকিয়ে না রাখতে পারলে মূলধারার নেতারা তাদের নেতৃত্ব সমন্বত রাখতেও টানাপোড়নে পড়বেন। সূত্র বলছে, গত ১২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৭টি ওয়ার্ডের কমিটির প্রকাশ করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কমিটি প্রকাশের গত ১৬ ফেব্রুয়ারি ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন নারায়ণগঞ্জ সিটি মেয়র আইভী। আর সেই বৈঠকেই তিনি বলেন, আনোয়ার কাকা প্রতিহিংসাপরায়ণ মনোভাব নিয়ে কমিটি দিয়েছেন। দেওভোগ আওয়ামী লীগরে বুঝানোর জন্য যে, আমি যা চাই তা হইতে পারে এই কারণে তিনি এই দুইটা নাম ঘোষণা করে সকলকে অসম্মানিত করেছেন। আমাদের যেই পূর্বপুরুষরা দেওভোগকে নেতৃত্ব দিয়েছে সেই পূর্বপুরুষদের তিনি অসম্মানিত করেছেন। উনাকে আমি আজকে এখানে দাঁড়িয়ে দেওভোগের মানুষ হিসেবে অবাঞ্ছিত ঘোষণা করলাম। সে সময় তিনি পাল্টা কমিটি করারও হুশিয়ারীও দেন। সেদিনই এই বক্তব্যের পর ১৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাব্বির আহমেদ সাগরের নেতৃত্বে পদবঞ্চিত নেতা-কর্মীরা মহানগরের কার্যালয়ে এসে তালা লাগিয়ে আনোয়ার হোসেনের বিরুদ্ধে স্লোগান দেন এবং তাকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এরপর থেকেই বিদ্রোহের একটি রূপরেখা তৈরী হয়ে যায়। পরবর্তীতে প্রতিহিংসা পরায়ন মনোভাব, পূর্বপুরুষদের (আওয়ামী লীগ নেতাদের) অসম্মানিত ও অবাঞ্ছিত ঘোষণা করার অভিযোগে, আওয়ামী লীগ অফিসে তালা দেয়া সেই সাব্বির আহম্মদ সাগরকে মহানগর কমিটি থেকে অব্যহতি দেয়া হয়। এরপর মহানগরের নেতারা এই অব্যাহতির পাল্টা প্রতিবাদ করে বিদ্রোহ ঘোষণা করেন যেখানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত সহ অব্যাহতি প্রাপ্ত সাব্বির আহমেদ সাগরও ছিলেন। কিন্তু আনোয়ার হোসেনকে অবাঞ্ছিত ঘোষনা করার সেই বক্তব্যের রেশ ধরে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের কৃপায় ওয়ার্ড কমিটিতে ঠাঁই পাওয়া নেতারা যৌথ স্বাক্ষরে সিটি মেয়র আইভীর বক্তব্য প্রত্যাহারের বিবৃতি দেন। এরপর নারায়ণগঞ্জ মহানগরের আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহা ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযমের সাথে শুভেচ্ছা বিনিময় করে নালিশ দিয়ে আসেন। তবে অব্যাহতি বিবৃতি পাল্টা বিদ্রোহ এ সকলের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ মহানগরের বিদ্রোহ করা নেতাকর্মীরা কেন্দ্রে নালিশ প্রদান করেন। আর সেখানে মনগড়া কমিটি যাবতীয় বিষয়বস্তু উল্লেখ করেন। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতারা বিদ্রোহ করা আশ্বস্ত করেন ওয়ার্ড কমিটি নিয়ে স্বেচ্ছাচারিতার বিষয়টি অত্যান্ত কঠোরভাবে পর্যবেক্ষণ করছেন। এমনকি কেন্দ্রীয় নেতারা বলেন, সরকাল দলীয় কমিটি এটতা দুর্বল মেনে নেওয়া যায় না। যার পরিপ্রেক্ষিতে বিদ্রোহ করা নেতারাও কেন্দ্রীয় নেতাদের আওয়াজ দিয়ে আসেন মহানগরের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক খোকন সাহার দ্বারা অনুমোদিত ওয়ার্ড কমিটি থেকে এর থেকে শক্তিশালী কমিটি তারা প্রস্তুত রেখেছেন কেন্দ্রের নির্দেশ পেলেই সে কমিটি তারা গঠন করবেন। তবে বিদ্রোহ করা নেতাদের অভিযোগ দলীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আযমের মাধ্যমে দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবগত হয়েছেন। আর এই অভিযোগ প্রধানমন্ত্রীর টেবিলেও উত্থাপিত হতে পারে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯