বন্দরে শুরু উপজেলা নির্বাচনী ঝড়

ডান্ডিবার্তা | মার্চ ০৪, ২০২৪, ১১:১৪ | Comments Off on বন্দরে শুরু উপজেলা নির্বাচনী ঝড়

ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহু আলোচিত বন্দর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনের সময় সীমা যতই ঘটিয়ে আসছে ততই চলছে নানা হিসেব নিকেশ। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। কে প্রার্থী হচ্ছেন, কার জনপ্রিয়তা কেমন, অতীতে কে কেমন কাজ করেছেন-এসব আলোচনা এখন তুঙ্গে। এবার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক যে কারণেই প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। যারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আশা করছেন তারা ইতিমধ্যে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন। অনেকেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থিতার কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ব্যানার পোস্টারের মাধ্যমে জানান দিচ্ছেন। উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল এখনও ঘোষণা হয়নি। চলতি বছরের মে মাসে প্রথম ধাপে উপজেলা নির্বাচন হওয়ার কথা বলেছেন নির্বাচন কমিশন সচিব। এতেই বন্দর উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদ হোসেন ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এমএ সালাম। এদিকে বন্দরের বিভিন্ন স্থানে ব্যানার ফ্যাস্টুন সটিয়ে ইতিমধ্যেই বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজীম উদ্দিন প্রধান জানান দিয়েছেন যে, তিনিও একজন প্রার্থী। তবে প্রশ্ন হলো, বিগত কলাগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় এমপি সেলিম ওসমানের বাইরে গিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। সে সময় কাজীম উদ্দিন এমপি সেলিম ওসমানকে বিরুদ্ধে একের পর এক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। তবে শেষ রক্ষা তার হয়নি। সেলিম ওসমান সমর্থিত লাঙ্গল প্রতীক নিয়ে দেলোয়ার প্রধান বিপুলভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে পরাজিত হয়ে রাত-রাতি নিজের খোলস পাল্টে ফেলেন কাজীম উদ্দিন। যেই সেলিম ওসমানকে নিয়ে কাজীম উদ্দিন দিনের পর দিন বিরুদ্ধোচারণ করেছে, সেই সেলিম ওমমানের পক্ষে বক্তব্য দিয়ে তার আস্থা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন। এখনও তাই করছেন। কেননা, তিনিও চান সাংসদ সেলিম ওমানের সমর্থন। তবে প্রশ্ন হলো, তিনি আজ সেলিম ওসমানের পক্ষে যতই কথা বলুক বা বক্তব্য দিক, এসব কিছুই আর কাজে আসবেনা। কেননা, সেলিম ওসমান হলেন অত্যান্ত বিচক্ষণ একজন মানুষ। তিনি সব কিছুই নোট করে রাখেন। যদি তাই হয়, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে কাজীম উদ্দিন যে সেলিম ওসমানের সমর্থন পাচ্ছেন না এটা স্পষ্ট। অপর দিকে বর্তমান বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশীদও নানা সময় সাংসদ সেলিম ওসমানকে নিয়ে বিরুদ্ধোচারণ করেছেন। যদি তার চেয়ারম্যান হওয়ার পেছনে সব চেয়ে বেশি অবদানই ছিলো সেলিম ওসমানের। সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে বসিয়ে রশীদকে চেয়ারম্যান বানান সেলিম ওসমান। অথচ, চেয়ারম্যান হওয়ার পরই সেলিম ওসমানের সাথে পল্টি দেন রশীদ। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম ওসমানের প্রতিদ্বন্দি হয়ে নির্বাচন করার আগ্রহ করেছিলেন তিনি। এজন্য বন্দরে বেশ কয়েকটি ফ্যাস্টুনও সটানো হয়েছিলো। তবে শেষ পর্যন্ত তিনি নিজের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে বাধ্য হন। এ বিষয়টিও মাথায় রয়েছে সেলিম ওসমানের। তাই যতই দৌড়যাপ করুক না কেন, বন্দর উপজেলা নির্বাচনে সেলিম ওসমানের সমর্থন পাওয়া তার জন্য অনেকটাই মুশকিল হবে বলে। তবে এসব প্রার্থীদের চাইতে কিছুটা সুবিধাজনক অবস্থানে আছেন মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী এমএ সালাম। সাংসদ সেলিম ওসমানের সাথে তার রয়েছে নিবির সর্ম্পক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম ওসমানের জন্য দিনরাত পরিশ্রম করেছেন তিনি। বিভিন্ন সভা মঞ্চে তিনি সেলিম ওসমানের পক্ষে ভোট প্রার্থণা ছাড়াও ভোটের দিন ভোটারদের সেলিম ওসমানের পক্ষে ভোট দিতে উৎসাহ দেন তিনি। তাছাড়াও ব্যক্তিগত ভাবেও সেলিম ওসমান তাকে পছন্দ করে। তিনি বর্তমানে সকল বির্তকের বাইরে রয়েছেন বলে জানাগেছে। বর্তমানে তিনিও সেলিম ওসমানের সমর্থন চাচ্ছেন। এদিকে এখনও সাংসদ সেলিম ওসমানের খুব আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত বন্দর উপজেলা পরিষদের সাবেক টানা দুইবারের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। সেলিম ওসমানের সাথে সর্ম্পক অত্যান্ত সুগভীর। তিনি চেয়ারম্যান না হওয়া সত্বেও আজও যে কোন অনুষ্ঠানে তাকে অতিথি হিসেবে রাখেন সেলিম ওসমান। সেলিম ওসমানের সাথে তার এ সুগভীর সর্ম্পকের কারণে অনেকের গাত্রদাহ হয় বলেও জানাগেছে। তাই মুকুলের বিরুদ্ধে নানা সময় নানা অপপ্রচার চালিয়ে তাকে বির্তকীত করার চেষ্টা করে। তবে এসব কিছুকে দূরে ঠেলে এগিয়ে চলেছেন তিনি। খোঁজ নিয়ে জানাগেছে, বন্দর উপজেলা চেয়ারম্যান থাকাকালিন সময়ে তার উপজেলাধীন এমন কোন ইউনিয়ন নাই যেখানে তার উন্নয়নের ছোঁয়া লাগেনি। জেলা পরিষদ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে বাজেট এনে চেয়ারম্যানদের দিয়ে তিনি স্কুল, কলেজ, মাদরাসা, রাস্তা, ঘাট, মসজিদ ও কবরস্থানসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করিয়েছেন। আর এসব উন্নয়নমূলক কাজের জন্য জনগণ তাকে ভীষণভাবে ভালোবাসে। যেদিকে তিনি যান, জনগণের ব্যাপক সাড়া পান। জনগণ এবারও তার উপর আস্থা রাখতে চাচ্ছেন। তিনি বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকেই প্রায় প্রতিদিন জনগণ থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধিরাও তাকে ফোন করে খোঁজ খবর নিচ্ছেন। মুকুলের বিশ্বাস, যদি ফ্রি ফেয়ার নির্বাচন হয়, তাহলে বিজয়ী হওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদি। তাই তিনি ‘ফ্রি অ্যান্ড ফেয়ার’ নির্বাচনের জন্য সাংসদ সেলিম ওসমানের কাছে অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে সাধারণ ভোটাররা বলছেন,এবারের নির্বাচনে যেহেতু দলীয় প্রতীক নেই সেহেতু জনপ্রিয়তা যাচাই-বাছাই করে জয়ী হয়ে আসতে হবে প্রার্থীকে। আর জনপ্রিয়তা যাচাই করে জনপ্রতিনিধি হলে জনগণের কদর থাকবে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০২
  • ১১:৫৯
  • ১৬:৩১
  • ১৮:৩৩
  • ১৯:৫৩
  • ৫:২১

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪