
ডান্ডিবার্তা রিপোর্ট উচ্ছেদের এক মাস পেরুতে না পেরুতেই ফের দখল হয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ শহরের মীর জুমলা সড়ক। নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত সিদ্ধান্তে ফুটপাত থেকে হকার উচ্ছেদের অংশ হিসেবে শহরের বঙ্গবন্ধু সড়কের পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হয় দ্বিগুবাবু বাজারের ভিতরের মীর জুমলা সড়কেও। এখানকার সড়কের উপর বসে ব্যবসা করে সড়ক অবৈধভাবে দখল করে রাখা এসব অবৈধ হকারকে উচ্ছেদ কওে সকলের চলাচলের জন্যে উন্মুক্ত করে দেয়া হলেও সঠিক নজরদারির অভাবে আবারো সে সড়কটি হকাররা দখলে নিতে শুরু করেছে। তাই মীর জুমলা সড়কের অবৈধ হকারদের উচ্ছেদ কওে তা সম্পূর্ন চলাচলের উপযোগী করে দিতে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন নগরবাসী। সরেজমিনে গতকাল সোমবার দুপুরে শহরের মীর জুমলা সড়কে গিয়ে দেখা গেছে সড়কের অনেক স্থানে পণ্য নিয়ে বসে গেছে হকাররা। তারা আলু পেঁয়াজ, মরগীসহ বিভিন্ন শাক সবজির পসরা সাজিয়ে বসেছেন মীর জুমলা সড়কের বিভিন্ন স্থানে। পুরো সড়কের অর্ধেকের বেশি ইতিমধ্যেই দখল হয়ে গেছে, বাকিটাও দখলের পাঁয়তারা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে চাইলে হকাররা কথা বলতে রাজি হননি তবে পথ চলতি নগরবাসী জানিয়েছেন ক্ষোভ। নগরবাসীর মতে প্রশাসন একদিন উঠিয়ে দিয়ে চলে যায়, পরে তা আর সঠিকভাবে নজরদারি করে না। প্রশাসনের এই শিথিলতার সুযোগ নেয় অসাধু হকাররা। তাই নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক থেকে বারবার হকারদের উচ্ছেদ করা হলেও তা আবার পুনরায় দখল হয়ে যায়। আমরা এসব আইওয়াশ চাই না, আমরা চাই চিরস্থায়ি সমাধান। প্রসঙ্গত, গত ৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে নারায়ণগঞ্জ থেকে যানজট দুর করে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজিন করা হয়। বৈঠকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী, ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমির খসরু একমত হন নারায়ণগঞ্জের যানজট নিরসনে ফুটপাত থেকে অবৈধ হকারদেও উচ্ছেদ করে সর্বসাধারনের জন্যে উন্মুক্ত করে দেয়া হবে। এই সিদ্ধান্তের অংশ হিসেবে ৬ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের মীর জুমলা সড়ক থেকে অবৈধ হকারদের উচ্ছেদ করা হয়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯