আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

রপ্তানী শিল্প গভীর সংকটে: সেলিম ওসমান

ডান্ডিবার্তা | ০৬ মার্চ, ২০২৪ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সদর-বন্দর আসনের সংসদ সদস্য এবং বিকেএমইএ’র সভপতি একেএম সেলিম ওসমান বলেন, আমরা খুবই জটিল একটা সময় অতিক্রম করছি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, দেশে ডলার সংকট বিদ্যমান এবং মানি ইনফ্লেশন চলমান, লিভিং কস্ট বেড়ে গেছে। সব মিলিয়ে বর্তমানে রপ্তানী শিল্প গভীর সংকটের মুখোমুখি। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শেরে বাংলানগরে অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড ভবনে প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় এ কথা বলেন একেএম সেলিম ওসমান। তারই ধারাবাহিকতায় বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহম্মদ হাতেম প্রাক বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। বিশেষ করে কাস্টমস সংক্রান্ত বিষয়াবলী উপস্থাপনা করা হয়। সভায় সেলিম ওসমান আরও বলেন, এই অবস্থায় এনবিআর যদি সহযোগিতা না করে তবে এই সেক্টরকে ঠিকিয়ে রাখা খুবই কঠিন হয়ে যাবে। তিনি এনবিআর’র কাছে নীতিগত সহায়তা প্রত্যাশা করেন। এসময় এনবিআর’র চেয়াম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, বিকেএমইএ’র সিনিয়র সহ সভাপতি মনসুর আহমেদ, আখতার হোসেন অপুর্ব, বিজিএমইএ’র সভাপতি ফারুখ হাসান এবং বিটিএমএ’র সভাপতি মোহম্মদ আলী খোকন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা