
ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুর থেকে রুস্তম নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ধরে এনে ৮০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ারসহ পুলিশের দুই সোর্স ইকবাল ও শাহাবুদ্দিনের বিরুদ্ধে। মাদক ব্যবসায়ী রুস্তম সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলী পুল এলাকার সুরুজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে রূপগঞ্জের চনপাড়ায় থাকেন। এদিকে এ ঘটনাটি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। নাম না প্রকাশের একাধিক সূত্র জানায় এরআগেও সানোয়ার ওই দুই সোর্সকে নিয়ে গঙ্গাপুর এলাকার গাঁজা ব্যবসায়ী নুরা ও মাদক ব্যবসায়ী রুস্তমের ভাই জাহাঙ্গীরকে আটক করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়। জানাগেছে, গত ৪ মার্চ দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সানোয়ার কিলো ডিউটিতে ছিলেন। এ সময় মাদক ব্যবসায়ী রুস্তমকে তিনি ও তার দুই সোর্স ইকবাল ও শাহাবুদ্দিন সোনারগাঁও থানার কাঁচপুরে একটি মার্কেট থেকে ধরে সিদ্ধিরগঞ্জে নিয়ে আসে। এসময় রুস্তমের ছেলেও তার সাথে ছিলো। পরে তাকে মাদকের মামলায় চালান দেয়ার হুমকি দিয়ে মোটা অংকের টাকা দাবি করে। এ নিয়ে গভীর রাত পর্যন্ত চলে দেন দরবার। পরে ৮০ হাজার টাকায় বিষয়টি মধ্যস্থা হলে রুস্তমের ছোট বউ টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এদিকে বিষয়টি জানাজানি হলে এ নিয়ে এলাকায় তোলপাড় সৃস্টি হয়। সাধারণ লোকজন বলছেন পুলিশ হচ্ছে রক্ষক জনগনের আস্থার প্রতিক শেষ ভরসা সেখানে যদি সেই পুলিশই এই ভুমিকায় অবতীর্ণ হয় তাহলে এর পরিণতি কি হবে। এসব কিছু অসাধু কর্মকর্তা ও পুলিশ সোর্সদের অনৈতিক কর্মকান্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশ। অপরাধি ধরে আইনের কাঠগড়ায় দাড় না করিয়ে ফায়দা লুটে ছেড়ে দেয়ায় এ সমাজে বাড়ছে মাদক ও বিভিন্ন অপরাধ। অপরাধীরাও অপরাধ সংগঠিত করে নির্বিঘেœ পার পেয়ে যাচ্ছে। তাদের দাবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ বিষয়টি নিরেপক্ষভাবে তদন্ত করলে ওই পুলিশ ও তাদের সোর্সদের নানা অপকর্ম বেরিয়ে আসবে। এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হলে নাম না প্রকাশের শর্তে একটি সূত্র জানায়, গত ২৮ ফেব্রুয়ারি রাতে শিমরাইল থেকে এসআই সানোয়ার ও পুলিশের ওই দুই সোর্স ইকবাল ও শাহাবুদ্দিন গঙ্গাপুরের গাঁজা ব্যবসায়ী নুরা ওরফে নুরু কে আটক করে ২৫ হাজার টাকা নিয়ে ছেড়ে দেন। এরপর গত ৩ মার্চ মাদক ব্যবসায়ী রুস্তমের ভাইকে আটক করে তার কাছ থেকেও ২৫ হাজার টাকা হাতিয়ে নেন বলে জানান জাহাঙ্গির নিজেই। অভিযোগ রয়েছে, সোর্সরা কোনও বাহিনীর স্বীকৃতি কোনও সদস্য না হয়েও অপরাধী শনাক্ত ও মামলা তদন্তে পুলিশকে যতটা সহযোগিতা করেন সোর্সরা তারও বেশি ব্যক্তিগত স্বার্থ হাসিল করে থাকেন। আবার এলাকার দাগী আসামি, মাদকব্যবসায়ী ও সন্ত্রাসীদের মধ্যেই কেউ-কেউ সোর্স হয়ে যাওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠে। পুলিশের সাথে সখ্যতা থাকায় সোর্সরা মাদকস্পটসহ বিভিন্ন ধরনের অপকর্মের সঙ্গে জড়িয়ে তা সহজেই সংগঠিত করে পার পেয়ে যায়। পুলিশের সঙ্গে চলাফেরার কারণে সাধারণ মানুষও তাদের কিছু বলতে সাহস পায় না। তারা সোর্সের নামে আতঙ্কে থাকেন। নাম না প্রকাশের শর্তে অপর একটি সূত্র জানায়, সোর্স ইকবাল শিমরাইল এলাকার প্রতিটি মাদক ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন সকালে টাকা আনে এবং পুলিশের অভিযান আসলে আগেই তাদের সতর্ক করে দেয়। এতে পুলিশের অভিযান ভেস্তে যায়।এবিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সানোয়ার বলেন, এর কোনো তথ্য প্রমান নেই। এসব অভিযোগ সত্য নয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম জহিরুল ইসলাম বিপিএম বলেন, আমি বিষয়টি শুনেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯