
ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য রয়েছে। স্থায়ী কমিটির এই পদগুলো পূরণের জন্য বিভিন্ন মহল থেকে দেনদরবার হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন আন্দোলনের গতি বাড়াতে হলে সংগঠন গোছাতে হবে। আর সংগঠন গোছানোর জন্য প্রথম প্রয়োজন স্থায়ী কমিটি পুনর্গঠন। বিএনপির স্থায়ী কমিটির কোন কোন সদস্যের মৃত্যুর কারণে যে পদগুলো শূন্য হয়েছে তার মধ্যে অনেকগুলো পদই পূরণ করা হয়নি। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বছর দুয়েক আগে স্থায়ী কমিটির কয়েকটি পদ পূরণ করেছিলেন। সেখানে ইকবাল মাহমুদ টুকু, সেলিমা ইসলাম সহ কয়েকজনকে অন্তর্ভুক্ত করেছিলেন। কিন্তু এরপরও স্থায়ী কমিটির পাঁচটি পদ শূন্য রয়েছে। এই পদগুলো দ্রুত পূরণ করা প্রয়োজন এমন কথা বলা হচ্ছে বিএনপির নীতিনির্ধারকদের পক্ষ থেকে। বিভিন্ন সূত্রগুলো বলছে, কাউন্সিলের আগেই স্থায়ী কমিটির সদস্য পদ পূরণের একটি উদ্যোগ নেওয়া হতে পারে। এ নিয়ে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিভিন্ন নেতাদের সঙ্গে কথা বলছেন। তারেক জিয়া যে কোন কমিটি গঠন করার ক্ষেত্রে অর্থ নেন, যেখানে তার টাকাপয়সা ঠিকমতো মেলে সেখানে কমিটি দ্রুততার সাথে হয়। আর কমিটি বানিজ্যের কারণে নারায়ণগঞ্জের ত্যাগী নেতারা বঞ্চিত বলে মনে করেন। সাম্প্রতিক সময়ে ছাত্রদলের কমিটি গঠনের ক্ষেত্রেও আর্থিক লেনদেনের বড় ধরনের ঘটনার খবর পাওয়া গেছে।যারা কমিটিতে জায়গা পাননি, তারা প্রকাশ্যে বলছেন যে, কে কত টাকা দিয়ে ছাত্র দলের নেতৃত্ব পেয়েছেন। অন্যান্য কমিটির ক্ষেত্রেও টাকা লেনদেনের কথা বিএনপিতে ওপেন সিক্রেট। তারেক জিয়ার কাছে টাকা পৌঁছলে বা তার এজেন্টের হাতে টাকা পৌঁছলে তারপর কমিটির অনুমোদন দেওয়া হয়, তার আগে নয়। এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদ লাভের জন্য ইকবাল মাহমুদ টুকু লন্ডনে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন এমন আলোচনা বিএনপির মধ্যে জোরেশোরেই হয়। বিএনপির অনেকেই মনে করেন যে, ইকবাল মাহমুদ টুকু এত বড় নেতা নন যে স্থায়ী কমিটিতে জায়গা পেতে হবে। বিশেষ করে আবদুল্লাহ আল নোমান, রুহুল কবির রিজভীর মত নেতৃত্বদের বাদ দিয়ে টুকুর স্থায়ী কমিটির সদস্য হওয়া ছিল বিস্ময়কর এবং সেই সময় সকলেই জানত যে, টাকার বিনিময়ে টুকু স্থায়ী কমিটির স্থায়ী পদ পেয়েছেন। যদিও স্থায়ী কমিটির সদস্য হওয়ার পর তিনি তেমন কোনো গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি বিএনপির জন্য।এবার স্থায়ী কমিটির পাঁচজন সদস্য পদ নিয়োগের ক্ষেত্রে বড় রকমের টাকার লেনদেন হবে বলে বিএনপির মধ্যে জোর আলোচনা হচ্ছে। বিএনপির অনেক নেতাই বলছেন যে, যাদের টাকা আছে, তারা স্থায়ী কমিটিতে সদস্য হতে পারবেন। তারেক দুইভাবে টাকা নেন। একটি হল এককালীন টাকা। স্থায়ী কমিটির সদস্য হওয়ার জন্য ৫ কোটি বা ১০ কোটি ধার্য করা হবে এবং সেই টাকা তারেকের হাতে পৌঁছলে তারপর তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে কাউকে নিয়োগ দেবেন। আরেকটি হল নিয়মিত চুক্তি। যেমন স্থায়ী কমিটির অনেক সদস্যই আছেন, যারা নিয়মিতভাবে তারেক জিয়াকে অর্থ জোগান। যেমন- বিএনপির নেতা আমীর খসরু মাহমুদ তিনি তারেক জিয়ার অন্যতম অর্থ যোগানদাতা। তিনি নিজে ব্যবসায়ী হওয়ার কারণে নিয়মিত অর্থ পাঠান। এমনকি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও নিয়মিত তারেককে মাসোহারা দেন বলে বিএনপির মধ্যেই গুঞ্জন রয়েছে। যারা তারেককে নিয়মিত মাসোহারা দিতে পারবেন তারাও স্থায়ী কমিটিতে জায়গা পাবেন। আর সে কারণেই বিএনপির মধ্যে যারা ধনাঢ্য ব্যক্তি আছেন তারাই স্থায়ী কমিটিতে আসবেন যদি শেষ পর্যন্ত স্থায়ী কমিটি পূরণ করা হয়। যদিও বিএনপির কিছু কিছু নেতা বলছেন, স্থায়ী কমিটি যেহেতু একটি স্পর্শকাতর জায়গায় সেজন্য শুধুমাত্র যে টাকা দিয়ে স্থায়ী কমিটির সদস্য হওয়া যাবে এমন নয়। হয়তো পাঁচজন সদস্যের মধ্যে তিনজন হবেন টাকা দিয়ে আর বাকি দুইজন হবেন রাজনৈতিক যোগ্যতার বিবেচনায়।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯