
ডান্ডিবার্তা রিপোর্ট প্রায় দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে মাঠের প্রধান বিরোধীদল বিএনপি। সরকার বিরোধী আন্দোলনে হাকডাক থাকলেও রাজনৈতিক কলাকৌশলে ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছে নারায়ণগঞ্জ বিএনপি হেরে যাচ্ছে বারবার। এরই মধ্যে আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। কিন্তু বিএনপি এখনো তাদের রাজনৈতিক কৌশল ঠিক করতে পারছে না বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তারা বলছেন, রাজনীতিতে আন্দোলনে বিএনপি এখনো হাঁটছে অনিশ্চিত পথে। দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল তবুও চালিয়ে যাচ্ছে সরকার বিরোধী আন্দেলন। এখন প্রশ্ন উঠেছে, সার্বিক দিক দিয়ে ঘুরে দাঁড়াতে পারবে কি বিএনপি? তাদের মতে, রাজনীতি হলো বুদ্ধিমত্তা ও কৌশলের খেলা। এতে টিকে থাকতে হলে সময়োপযোগী হতে হয়। সক্ষমতা ও সাহসের প্রমাণ দিতে হয়। থাকতে হয় প্রবল আত্মসমালোচনা। কিন্তু দেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতি দেড় যুগেরও বেশি সময়ে এসবের কোনোটিই করে দেখাতে পারেনি। দলটির রাজনৈতিক সক্ষমতা তলানিতে। সেখান থেকে উঠে আসতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ গিয়াস উদ্দীন বলেন, শত নির্যাতনের মধ্যে নারায়ণগঞ্জের রাজনীতিতে বিএনপি এখনো শক্তিশালী অবস্থানে রয়েছেন। দলীয় নেতৃবৃন্দে আন্দোলন সংগ্রামে মাঠে নামলেই ক্ষমতাসীনদলের নেতৃবৃন্দের মাথা খারাপ হয়ে যায়। তারাতো নিজেরা কিছু করতে পারেন না’ পুলিশ দিয়ে বিএনপি নেতৃবৃন্দকে দমন নীপিড়নসহ মিথ্যা মামলার মাধ্যমে আন্দোলন থেকে দূরে রাখার ব্যর্থ চেষ্টা চালাতে পারেন শুধু! তবুও নারায়ণগঞ্জে ঐক্যবদ্ধ বিএনপির রাজনীতিতে শক্তিশালী অবস্থানে রয়েছেন বলে দাবি করেন তিনি। সূত্রমতে, দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও নারায়ণগঞ্জ বিএনপি সরকারের বিরুদ্ধে জোরালো কর্মসূচি দেয়ার মতো অবস্থায় বিএনপি এখন আর নেই। মাঠপর্যায়ে বিএনপির রাজনৈতিক তৎপরতা দৃশ্যমান নেই। এত বছর পরও বিএনপিতে বহু মতের সম্মেলন ঘটেনি। দলীয় ঐক্য ও অভ্যন্তরীণ সংহতিও প্রশ্নের মুখে। জেলার শীর্ষ নেতৃত্বে মতের অমিল, পারস্পরিক সন্দেহ ও দ্বন্ধে সাংগঠনিকভাবে নাজুক অবস্থায় বিএনপি। এতে মাঠে নেমে কাংক্ষিত ফল প্রত্যাশা করা যায় না বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এদিকে, তৃণমূল পর্যায়ে বিএনপির কমিটি নেই। কিন্তু দলীয় অন্তর্কোন্দল ঠিকই আছে। দলটি এক ধরনের স্থবিরতার মধ্যে চলছে। জেলার সর্বত্র বিএনপির সাংগঠনিক তৎপরতা না-থাকলেও বিরোধ ঠিকই আছে। এর সমাধানে দলটির কেন্দ্রীয় নেতাদের তেমন গরজ আছে বলে মনে হচ্ছে না। বলা হচ্ছে, কেন্দ্রীয় পর্যায়ে দলটির ঐক্য সংহত না-থাকায় তৃণমূল পর্যায়ের সমস্যা নিরসনে পদক্ষেপ নিতে পারছে না। এমনকি দ্বাদশ নির্বাচনের আগ মুহুর্তে নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল নেতা শাওন নিহত হওয়ার পরও দলটি কোনো কঠোর কর্মসূচিতে যেতে দেখা যায়নি বরং তারা শোক ও বিক্ষোভ কর্মসূচি পালনের মাধ্যমে নাম সর্বস্ব দায়িত্ব পালন করেছেন। এমনকি দ্বাদশ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলেও তারা কোন শক্তিশালী আন্দোলন করতে পারেনি। সরকারবিরোধী আন্দোলনে অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণেই তারা পিছু হটছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে মহানগর বিএনপির আহ্বায়ক এড.সাখাওয়াত হোসেন খাঁন বলেন, অনেকে জানতে চান কবে কর্মসূচি ঘোষণা করবেন। তাদের কথা শুনে আমি অবাক হই। বিএনপি আন্দোলনের মধ্যেই আছে। সরকারের নানা ব্যর্থতায় আমরা রাজপথেই প্রতিবাদ করছি। আন্দোলন মানে তো গাড়ি ভাংচুর, জ্বালাও-পোড়াও নয়, আমরা এসবে বিশ্বাস করি না। জনগণও সেটা চায় না। আমরা চাই সরকারবিরোধী একটি গণআন্দোলন। সে লক্ষ্যে আমরা কাজ করছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯