আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | দুপুর ২:৪১

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মহানগর বিএনপির লিফলেট বিতরণ

ডান্ডিবার্তা | ১০ মার্চ, ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট  বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহŸায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু’র নেতৃত্বে শহরে লিফলেট বিতরণ ও জনসংযোগ করেছে মহানগর বিএনপি। গতকাল শনিবার বিকেল তিনটায় কেন্দ্র
ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের মন্ডলপাড়া থেকে শুরু করে ডিআইটি বাণিজ্যিক এলাকা হয়ে দুই নং রেলগেইট হয়ে চাষাড়া দিয়ে মিশনপাড়া হয়ে মেট্রো হলের মোড় দিয়ে কালীবাজার দিয়ে ১নং গেইট দিয়ে দিগুবাবুর বাজারের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন মহানগর বিএনপি। এসময়ে সাধারণ পথচারী, মার্কেটের দোকানদার, রিক্সা চালকদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এসময়ে মহানগর বিএনপির নেতাকর্মীরা বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে জানিয়ে শ্লোগান দেন। লিফলেট বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন বর্তমান সরকার হচ্ছে রুশ ভারতের দালাল সরকার এই রুশ ভারতের দালাল সরকার একবার দেশকে তলা বিহীন ঝুড়িতে পরিণত করেছিল আবারো তারা দেশের টাকা লুটপাট করে দেশে আরেকটি দুর্ভিক্ষ সৃষ্টি করেছে এই সরকারের মন্ত্রী-এমপি নেতাদের লুটপাটের কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ এখন বাজারে গেলে কাঁদে। সামনে মুসলমানদের পবিত্র মাস পবিত্র মাহে রমজান , এ সময় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে দিশেহারা করে তুলেছে। পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং দেশে সুশাসন ফিরিয়ে আনতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জনগণের কাছে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। এই জনগণকে সাথে নিয়েই তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো, সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ
থাকার আহŸান জানাচ্ছি।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা