
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জকে যানজট মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে শহরের গুরুত্বপূর্ন বঙ্গবন্ধু সড়কের ফুটপাত থেকে উচ্ছেদ করা হয়েছে হকার অথচ শহরের ব্যস্ততম চাষাঢ়া এলাকায় অবস্থিত পপুলার ডায়গনষ্টিক সেন্টারের সামনের ফুটপাত দখল করে রেখেছে বিভিন্ন ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের মোটর সাইকেল। সন্ধ্যার পর থেকে এসব মোটর সাইকেল সারি বেধে ফুটপাতের উপর পার্ক কওে রাখা হয় ফলে ফুটপাত দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পরে পথচারিদের। এ নিয়ে একাধিকবার স্থানীয় সংবাদ মাধ্যমে খবর প্রচারিত হলেও টনক নড়েনি প্রশাসনের। তাই পপুলারের সামনের ফুটপাত থেকে মোটর সাইকেল সরানোর দাবি জানিয়েছে স্থানীয়রা। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা মিলেছে। শহরের চাষাঢ়ায় অবস্থিত পপুলার ডায়াগনষ্টিক সেন্টারের সামনের ফুটপাতের পুরোটা জুড়েই পার্কি করে রাখা হয়েছে মোটর সাইকেল। খোঁজ নিয়ে জানা গেছে পপুলাওে রোগী দেখতে আসা ডাক্তারদের কাছে আসা ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা এসব মোাটর সাইকেল ফুটপাতে পার্কি করে উপরে যান ডাক্তারদের সাথে ভিজিট করতে। এ সড়ক দিয়ে চলাচলরত পথচারিদের সাথে কথা বললে তারা নারায়ণগঞ্জের ট্রাফিক পুলিশের উপর। তাদের মতে ট্রাফিক পুলিশের গাফিলতির কারনেই ফুটপাত দখল করে মোটর সাইকেল পাকিং করে জনগনের চলাচলের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে। বছরের পর বছর এভাবে চলতে থাকলেও কোনো কতৃপক্ষই ব্যবস্থা নেয়না। পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সাময়িক অভিযান চালিয়ে ট্রাফিক পুলিশ তাদের দায়িত্ব সেরে ফেলে কিন্তু কোনো স্থায়ি সমাধান হয় না। এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগরের সাথে যোগাযোগ করা হলে তিনি নারায়ণগঞ্জ মেইলকে বলেন, আপনার অভিযোগটি সত্য। আমরা এর আগে বেশ কয়েকবার অভিযান চালিয়ে মামলা দিয়েছি। এসব মোটর সাইকেল উচ্ছেদ করে ফুটপাত জনসাধারনের চলাচলের জন্যে উন্মুক্ত করতে আমি এখনই আবার লোক পাঠাচ্ছি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯