আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

রাজউকের অভিযানে ৭ রেস্তোরাকে জরিমানা

ডান্ডিবার্তা | ১১ মার্চ, ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আবাসিক ভবনে গড়ে উঠা রেস্তোরায় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। এসময় আবাসিক ভবনে রেস্তোরাঁ ও বিল্ডিংয়ে ইমারজেন্সি এক্সিট না থাকায় ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জন নিরাপত্তা ও অগ্নিনির্বাপক ব্যবস্থা নিশ্চিত করতে সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। রেস্তোরাঁগুলো হলো-এমডি স্কয়ারের ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাউন বুফ অ্যান্ড পার্টি সেন্টার, ক্রাশ স্টেশন, দ্যা ডাইনিং লঞ্জ, স্টার লাউঞ্জ, সিরাজ চুইঝাল ও মনির টাওয়ারের দাওয়াত ই মেজবান। গতকাল রবিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের চাষাড়া বালুর মাঠ এলাকায় এমডি স্কায়ার ও মনির টাওয়ারের এ অভিযান পরিচাললনা করা হয়। এসব রেস্তোরাঁয় রাজউক অভিযান চালিয়ে জরিমানা করার পাশাপাশি ৭ দিনের মধ্যে অপসারণের নোটিশ দিয়েছে রাজউক। এ বিষয়ে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, এমডি স্কয়ারের এই বিল্ডিংটি পরিদর্শন করে দেখা গেছে এটি আবাসিক ভবন, এটি অফিস কমপ্লেক্স হিসেবে থাকার কথা। কিন্তু অফিস কমপ্লেক্সের পরিবর্তে তারা রেস্টুরেন্ট পরিচালিত করছে। সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে ইমার্জেন্সি এক্সিট সঠিকভাবে ব্যবহার করছে না। সেটায় প্রতিবন্ধকতা আছে। এই প্রতিবন্ধকতা থাকার কারণে আমরা প্রত্যেককে জরিমানা করেছি। সেইসঙ্গে আগামী ৭ দিনের মধ্যে সেটি অপসারণ করার জন্য বলা হয়েছে। যদি তারা ৭ দিনের মধ্যে অপসারণ না করে আমরা ভেঙে ফেলবো। তিনি আরও বলেন, আমরা মোট ৭টি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা চাই সবাই নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করুক। যারা নিয়ম বহির্ভূত ব্যবসা পরিচালনা করবে আমরা সেখানে যাবো। রুফটপের ক্ষেত্রে আমরা আরও বেশি সতর্ক হবো। অভিযানকালে আরও উপস্থিত ছিলেন রাজউকের অর্থরাইজ অফিসার মো. ইলিয়াস, ইমারত পরিদর্শক মো. সারোয়ার হোসেন, তারিফুর রহমান, মো. শফিউল্লাহ, ইমাম মো. রুবেল, শামসুজ্জামান নয়নসহ পুলিশের প্রতিনিধি দল।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা