আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:১৬

শহরে বসতে শুরু করেছে হকাররা

ডান্ডিবার্তা | ১৪ মার্চ, ২০২৪ | ১২:২৪ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের অবশেষে রমজান মাসে অস্থায়ীভাবে হকার বসার মৌখিক অনুমতি পাওয়ার পর ফুটপাতে বসতে শুরু করেছে। শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে হকারদের উচ্ছেদ করার পর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চাষাঢ়া থেকে মেট্রো হল সড়কে অস্থায়ীভাবে হকার বসতে মৌলিক অনুমতি দেওয়া হয়েছে। ফলে সড়কের একপাশের ফুটপাতে অস্থায়ী বসবেন হকাররা। গতকাল বুধবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের চাষাড়া মাধবী প্লাজার সামনে থেকে হকার্স মার্কেট, মিশনপাড়া, ডনচেম্বার ও মেট্রো হল সড়কের এক পাশে হকাররা বসার প্রস্তুতি নিচ্ছেন । হকাররা নিজেদের মধ্যে সমন্বয় করে কে কোথায় ও কিভাবে বসবে আলোচনা করে ফুটপাতে বসে পড়ছে। কেউ কেউ আবারও দোকান বসিয়ে বেচাকেনাও করছেন। হকারদের সঙ্গে কথা বললে তাঁরা জানান, আমাদের নেতারা সদর-বন্দর আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ প্রশাসনের সঙ্গে কথা বলে আমাদের জন্য মৌখিকভাবে এখানে বসার জন্য অনুমতি দেওয়া হয়েছে। চাষাড়া থেকে মেট্রো হল পর্যন্ত সড়কের একপাশে বসতে পারবো। তাঁরা আরও জানান, আমরা হকার আছি ১২শ কিন্তু এতো ছোট জায়গায় বসা কষ্টকর হয়ে দাঁড়ালো। আমাদের তো আর কিছু করার নেই। গরীব হকারদের পেটে যারা লাথি মেরেছে তাদের বিচার আল্লাহ করবো। আমরা এখানেই মিলে মিশে বসে দোকানদারি করবো কিছু করার নাই। তারপরও রমজান মাসে পরিবার পরিজন নিয়ে খেয়ে পরে বাঁচতে পারবো তো।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা