
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী ৪ মে নারায়ণগঞ্জ জেলার বন্দরউপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ভোটের দিন তারিখ ঠিক থাকলেও এখনো নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হয়নি। তবে এরি মাঝে বন্দর উপজেলায় নির্বাচনী মাঠ ঘুছানো শুরু করেছেন এ পরিষদের হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা আতাউর রহমান মুকুলসহ অন্যান্য প্রার্থীরা। ইতিমধ্যে প্রার্থীরা প্রতিদিন সকাল বিকেল সন্ধায় বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে নির্বাচনী গণসংযোগ করে চলেছেন। এদিকে নির্বাচনী প্রচার প্রচারণায় ভোটের মাঠ গরম করে তুলেছেন মুকুলের অনুগামী নেতাকর্মী সমর্থকেরা। গতকাল শুক্রবার বাদ জুমা বন্দরের কুশিয়ারা এলাকায় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালান নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান মুকুল। তিনি এ উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যানও। কুশিয়ারা এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন আতাউর রহমান মুকুল। নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরুর আগেই বন্দরে ব্যাপক জনসমর্থন পেয়ে যাচ্ছেন তিনি। এর আগে তিনি ওই এলাকার কুশিয়ারা বড় জামে মসজিদে নামাজ আদায় করে মুসুল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন। নির্বাচনী লিফলেট বিতরণকালে আতাউর রহমান মুকুল বলেন, মাহে রমজানের মাস। এই মাসে আমরা সকল বিভাজন ভুলে আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনায় মশগুল থাকবো ইনশাহল্লাহ। সামনে উপজেলা পরিষদ নির্বাচন, আল্লাহতায়ালা যাকে নির্ধারণ করে রেখেছেন তিনি হবেন। আমি জনগণের খেদমত করে যাচ্ছি, জনগণের খেদমত এটাই আমার মুল লক্ষ্য। এছাড়াও গত বুধবার বিকেলে বন্দর উপজেলার বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলাবাগ এলাকায় লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ করেছেন আতাউর রহমান মুকুল। নির্বাচনী আনুষ্ঠানিকতা শুরুর আগেই বন্দরে ব্যাপক জনসমর্থন পেয়ে যাচ্ছেন তিনি। এর আগে তিনি ওই এলাকার জামে মসজিদে নামাজ আদায় করে মুসুল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হান্নান সরকার, বন্দর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: খোকা, রফিকুল ইসলাম, মুক্তার হোসেন, বাদল মিয়া, কবির হোসেন, রনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। নির্বাচনী লিফলেট বিতরণকালে আতাউর রহমান মুকুল বলেন, মাহে রমজানের মাস। এই মাসে আমরা সকল বিভাজন ভুলে আল্লাহর নৈকট্য লাভের জন্য প্রার্থনায় মশগুল থাকবো। সামনে উপজেলা পরিষদ নির্বাচন। আল্লাহতায়ালা যাকে নির্ধারণ করে রেখেছেন তিনি হবেন। আমি জনগণের খেদতম করে যাচ্ছি। এটাই আমার মুল লক্ষ্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সব সময় আপনাদের পাশে থাকতে পারি। অপরদিকে মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রতিদিনি উঠান বৈঠক ও তার পক্ষে গণসংযোগ অব্যহত রয়েছে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯