আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩১

সোনারগাঁয়ে প্রকাশ্যে চলছে জুয়ার আসর

ডান্ডিবার্তা | ১৬ মার্চ, ২০২৪ | ৪:০৫ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের কাঁচপুরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কলাপট্টিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রকাশ্যে জমজমাট জুয়ার আসর। এ আসরে জুয়া খেলে সর্বস্বান্ত হচ্ছে গার্মেন্টস শ্রমিক, রিক্সা চালক, পরিবহন শ্রমিক ও এলাকার তরুণ-যুবককেরা। স্থানীয় ও অনুসন্ধানী তথ্যে জানা যায় , স্থানীয় প্রভাবশালী দুই সহদোরের শেল্টারে প্রশাসনকে ম্যানেজ করে এই জুয়ার আসর চালাচ্ছে তৌহিদ ওরফে ফটকা তৌহিদ। তৌহিদের কর্মই হচ্ছে ছিনতাই চাঁদাবাজীও জুয়া বাজি প্রত্যেক মাসের ১ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে জুয়া খেলা। কাঁচপুর সিনহা গার্মেন্টস ও স্কয়ার গার্মেন্টস এর সামনে এই জুয়ার আসর বসার ফলে মাসের বেতন পাওয়ার পর শ্রমিকেরা ভিড় জমায় এ জুয়ার আসরে। তাই জুয়ারীরা গার্মেন্টস শ্রমিকদের টার্গেট করেই মাসের প্রথম থেকেই এ জুয়া বসায় জুয়ারী চক্র। এছাড়া রিক্সা চালক ও পরিবহন শ্রমিকসহ এলাকার তরুণ যুবকেরা সামিল হয় এ জুয়ার আসরে। জুয়া পরিচালনাকারী অভিযুক্ত তৌহিদ জানান, স্থানীয় পুলিশ প্রশাসনকে নিয়মিত উৎকোচ মাসোহারা দিয়েই জুয়ার আসর বসানো হচ্ছে। এছাড়া আরও জানা গেছে স্থানীয় প্রভাবশালী দুই সহদোর এ জুয়ার আসর থেকে ভাগ প্রতিনিয়ত পাচ্ছে। মূলত তাদের ছত্রছায়াতেই প্রকাশ্যে পরিচালিত হচ্ছে এ জুয়ার আসর। নাম প্রকাশ্যে সিনহা গার্মেন্টসের একাধিক কর্মী জানান, এই কলাপট্টি এখন মাদক ও জুয়ার আখড়ায় পরিনত হয়েছে। এখানে আমাদের গার্মেন্টস কর্মী ও বিভিন্ন পেশার লোকসহ তরুণ-যুবকেরা প্রতিনিয়ত আসে। তাদের মধ্যে অনেকেই স্বর্বস্ব হারিয়ে আজ নিস্ব। প্রতিদিন ৪ থেকে ৫ লাখ টাকার জুয়ার আসর জমে এই কলাপট্টিতে। স্থানীয় কিছু সন্ত্রাসী প্রতিদিন এই জুয়ার আসর থেকে উৎকোচ নিচ্ছে বলেও জানান তারা। এ ব্যাপারে কাচঁপুর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, কে বা কারা এই অপকর্মের সাথে জড়িত তা আমার জানা নেই। আমাদের এতো নিচে নামাবেন না। আপনারা তথ্য দিয়ে সহায়তা করে অভিযুক্তদের ধরিয়ে দিতে সহায়তা করেন।সামনে উপজেলা নির্বাচন। তাই আমাদের দুই ভাইকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা এসব অপকর্মের বিরুদ্ধে সর্বদা সোচ্চার রয়েছি। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান জানান, পুলিশের অভিযানে কয়েকবার এ জুয়ার আসর উঠিয়ে দেয়া হয়েছে। এসব কর্মকান্ডের সাথে যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা