ইফতার কেন্দ্রীক বিএনপির রাজনীতি

ডান্ডিবার্তা | মার্চ ১৭, ২০২৪, ৩:২৮ | Comments Off on ইফতার কেন্দ্রীক বিএনপির রাজনীতি

ডান্ডিবার্তা রিপোর্ট পবিত্র রমজান মাসে রাজনৈতিক দলগুলোর ইফতার রাজনীতি শুরু হয়েছে। এরই মধ্যেই নারায়ণগঞ্জে দ্বিতীয় রমজান থেকেই ইফতার রাজনীতি শুরু করে দিয়েছে বিএনপি। ইফতার পার্টির মোড়কে নতুন করে শুরু হয়েছে বিএনপির রাজনীতি। যেহেতু কিছুদিন পূর্বে নির্বাচনে কঠোর ভূমিকা পালনে বিএনপির একাধিক নেতাকর্মীরা আত্মগোপনেই ছিলেন তাই এবার বিএনপির কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে ইফতার রাজনীতি। এদিকে ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই কারণে বর্তমানে ইফতার রাজনীতি থেকে বাহিরে অবস্থান করেছে আওয়ামী লীগ। যেটাকে মূল পয়েন্ট হিসেবে নিয়ে এবার জোরদারভাবে ইফতার রাজনীতিতে ব্যাপক ভূমিকায় রয়েছে বিএনপি। ইতিমধ্যে জানা গেছে, জেলা বিএনপির আওতাধীন রূপগঞ্জ ও সোনারগাঁয়ে ইফতার পার্টির আয়োজন হতে দেখা গেছে কিন্তু একটিতে ও সভাপতি বা সাধারণ সম্পাদকের কোন নির্দেশনা ছিলো না। সকলটির মধ্যেই যে যার যার নিজস্ব বলয় দ্বারা ইফতার পার্টি ও দোয়ার আয়োজন করতে দেখা গেছে। অপর দিকে ইফতার রাজনীতিকে বর্তমানে সংগঠন গোছানোর উদ্দেশ্যে বন্দর ও সদর থানার আওতাধীন বিভিন্ন স্থানে ইফতার পার্টির আয়োজন অবহৃত রয়েছে। অপর দিকে আরো জানা গেছে, এই ইফতার পার্টিকে মহানগর বিএনপি বেশি গুরুত্ব দেওয়ার কারণ হলো তারা বর্তমানে এর মাধ্যমেই প্রতিটি ইউনিট কমিটি পূর্ণাঙ্গ করে ফেলেবন। ইতিমধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনে আলোচনায় রয়েছে সদর থানা, বন্দর উপজেলা, বন্দর থানা বিএনপির কমিটি। খোঁজ নিয়ে আরো জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার বেশি ইফতার পার্টি করার প্রস্তুতি নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো। দল সমর্থিত বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকেও ইফতারের আয়োজন করা হচ্ছে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সামনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পূনরায় নির্বাচনের দাবি আদায়ে রাজপথের চূড়ান্ত আন্দোলনের ডাক আসতে পারে সেই অনুযায়ী ইফতার রাজনীতির মাধ্যমে দলের নেতা-কর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে বিএনপির হাইকমান্ড। দলীয় সূত্র মতে, গত বছরের জুলাই মাসে একদফার আন্দোলনের ঘোষণা দিয়ে ছিল জাতীয়তাবাদী দল বিএনপি। পরবর্তী সময়ে রাজধানীসহ সারা দেশে কঠোর কর্মসূচি পালন করে দলটি। যুগপৎভাবে একই কর্মসূচি পালন করেছে সমমনা ৩৬টি দলও। সেই পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর থেকে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত হরতাল, অবরোধসহ অসহযোগ আন্দোলনও পালন করেছে দলগুলো। যাকে ঘিরে নাশকতা মামলা আসামী হয়েছিলেন বিএনপির শীর্ষপদের নেতাকর্মীদের থেকে শুরু প্রতিটি জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। যার বর্তমানে ২ মাস কেউ ৩-৪ মাস পর এসে কারামুক্ত হচ্ছেন এমনকি এখনো বহু নেতাকর্মীরা কারাবন্দি রয়েছেন। আবার অনেকে বর্তমানে উচ্চ আদালতে আগাম জামিন পেতে আবেদন করে রেখেছেন। যার মধ্যে এক বা দুটি মামলার জামিন আসাতে আবারো বিপাকে আছেন বিএনপির নেতাকর্মীরা। ইতিমধ্যে পবিত্র মাহে রমজান সংযমের মাস আসায় বিএনপির উপরে রাজনৈতিক চাপ অনেকটা বেশি থাকলে ও হাজিরা দিতে আসলে জামিন না মঞ্জুর নিয়ে রয়েছে নানা হতাশা। অপর দিকে বিএনপির কর্মীরা নেতাকর্মীদের থেকে ইফতার পার্টির মাধ্যমে সংগঠন গোছানোর আশ্বাস পেলে তারা আবারো চাঙ্গা হতে নানা প্রস্তুতি রাখছেন। ইতমধ্যে মহানগরে বিএনপির ইফতার পার্টির হিড়িক দেখা গেলেও জেলাতে বিএনপির ইফতার পার্টির চাপ অনেকটাই কম। যাকে ঘিরে জেলাতে কর্মীদের হতাশা অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে। অপর দিকে ইতিমধ্যে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতার পার্টির আয়োজন নিয়ে করছে পরিকল্পনা। সকলের দাবি, বিগত দিনে যেভাবে ইফতার পার্টিকে ঘিরে পার্টি পন্ড হতে দেখা গেলে ও এবার সেই রকমের কেন বাতাস পাওয়া যাচ্ছে না। যাকে ঘিরে ইফতার পার্টির মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার বিশাল সুযোগ হাত ছাড়া করছে জেলা বিএনপি। খোঁজ খবর নিয়ে জানা যায়, বিএনপির একাধিক নেতাকর্মী এখনো আত্মগোপনেই রয়েছে, যা আগামীতে বিএনপির ঘোষিত সকল আন্দোলনগুলোতে বাধা হয়ে দাঁড়াবে।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

ডান্ডিবার্তা | এপ্রিল ৩০, ২০২৪, ১২:৫০ | Comments Off on সাধারণ মানুষের হৃদয়ে বেঁচে আছেন নাসিম ওসমান

হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জ সদর আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের আজ মঙ্গলবার ১০ম মৃত্যুবার্ষিকী। আজ থেকে ১০ বছর পূর্বে সদর ও বন্দর আসনের সাধারন মানুষের নেতা মাটি ও মানুষের সাথে যার ছিল আমৃত্যু সহাবস্থান সেই নাসিম ওসমান ভারতের দেরাদুনে আকস্মিক মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে সমগ্র নারায়ণগঞ্জ যেন সেদিন স্থবির হয়ে পড়েছিল। নাসিম ওসমানের […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৩:৪৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:৪০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫২
  • ১১:৫৮
  • ১৬:৩৩
  • ১৮:৪০
  • ২০:০৩
  • ৫:১৩

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

ডান্ডিবার্তা | মে ০৪, ২০২৪, ১০:০৫ | Comments Off on কার্পেটের তলায় ময়লা রেখে ঘর পরিষ্কার দেখাতে চায় বাংলাদেশ ব্যাংক?

সৈয়দ ইশতিয়াক রেজা প্রতিনিয়ত শুনতে হয় সাংবাদিকতা আর নেই দেশে। কারণ মানুষ যা চায় সব দিতে পারছে না মিডিয়া। সাংবাদিকরা খারাপ, কিন্তু কে যে ভালো সেটা আমরা বুঝতে পারছি না। তবে এত খারাপের মধ্যেও বেসিক ব্যাংক লুট হওয়া, ফারমার্স ব্যাংকের লোপাট হওয়া, হল-মার্ক কেলেঙ্কারি, ইসলামী ব্যাংকের ত্রাহি অবস্থা- এসব খবর মিডিয়াই প্রকাশ করেছে। সাংবাদিকরা যদি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪