আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:২২

সোনারগাঁয়ে একই রাতে দুই বাড়িতে ডাকাতি

ডান্ডিবার্তা | ১৭ মার্চ, ২০২৪ | ৩:৩৮ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নোয়াকান্দী কুন্দেরপাড়া (কাজহরদী) এলাকায় মরহুম শামসুল হক মাস্টারের বাড়ি এবং ইসলাম মুন্সীর বাড়িতে পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে দুর্র্ধষ ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে এবং ধারালো চাপাতি দিয়ে ইসলাম মুন্সীর মাথায়, হাতে ও পায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে ডাকাতদল। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, গত শুক্রবার রাত আনুমানিক ১টায় শামসুল হক মাস্টারের বাড়ির গেইটের তালা ভেঙ্গে ১২-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দোতলায় গিয়ে বাড়িতে অবস্থান করা মফিজুলের স্ত্রী সোনিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির সকল কক্ষের আসবাবপত্র তছনছ করে ৬ ভরি স্বর্ণালংকার ও ২০ হাজার টাকা নিয়ে গেছে। এসময় ডাকাত দল বাড়ির প্রতিটি কক্ষের আসবাবপত্র খুলে সেখানে থাকা ব্যবহৃত মালামাল তছনছ করে মেঝেতে ফেলে রেখে চলে যায়। আনুমানিক দেড় টায় পাশের বাড়িতে দরজা ভেঙ্গে ঢুকার চেষ্টা চালায় ডাকাতদল, তখন শব্দ শুনে বাড়ির মালিক ইসলাম মুন্সী দরজা খোলার সঙ্গে সঙ্গেই তাকে ধারালো চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে জখম করে এবং তার স্ত্রী আছিয়াকে জিম্মি করে তার ব্যবহৃত ২ ভরি স্বর্ণালংকার হাতিয়ে নেয়। ডাকাতরা আসবাবপত্র খোলার জন্য কক্ষে প্রবেশ করলে বাড়িতে অবস্থান করা ইসলাম মুন্সীর ছেলে একরামুল কৌশলে ডাকাত ডাকাত বলে ডাকচিৎকার দিলে তখন ডাকাতদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা আহত ইসলাম মুন্সীকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ আবুল বাশার মেডিকেলে এবং পরবর্তীতে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক বলে জানান স্বজনরা। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এ ঘটনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, ‘বিষয়টি খতিয়ে দেখছি এবং ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে’।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা