আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৯:৩৮

গোগনগরে ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ডান্ডিবার্তা | ১৯ মার্চ, ২০২৪ | ১২:৪৭ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট প্রধানমন্ত্রীয় আশ্রয়ন প্রকল্পের ঘর বিক্রি ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। এর মধ্যে পূর্নরায় নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার বরাবর গোগনগর ইউনিয়নের চেয়ারম্যার ফজর আলী ও ৭ নং ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম ও তার ভাই আলমগীর হোসেনের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরুপ আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নাম করে গরীব ও অসহায় মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার কে স্মারক লিপি প্রদান করেছে ভূক্তভোগীরা। গতকাল সোমবার দুপুরে ৯ জন ভূক্তভোগী আলাদা আলাদা স্বাক্ষরে ইউএনও বরাবর লিখিত অভিযোগ জানান। ভূক্তভোগীরা হলেন, জাহাঙ্গীর মেম্বার এর আপন চাচা ৭ নং ওয়ার্ডবাসী মো. এমদাদ (৫৯) পিতা হানিফ সরদার, তার কাজ থেকে ১.৩.০০০ টাকা, নয়ন মনি(৩০) পিতা. আনোয়ার হোসেন তার কাজ থেকে ১.৫০.০০০ হাজার টাকা, মুক্তা রানী সরকার(২৯) পিতা, গনেশ চন্দ্র সরকার থেকে নেওয়া হয়েছে ১.৪০.০০০ হাজার টাকা, মোসা: রুবিনা আক্তার(৩৮) পিতা. মহিজ উদ্দিন থেকে ১.৫০.০০০ হাজার টাকা, হজরত আলী (৫৮) পিতা. গুল মোহাম্মদ থেকে ১.৫০.০০০ হাজার টাকা, নিপা আক্তার(৩৫) পিতা. এমদাদ হোসেন কাজ থেকে ১.৫০.০০০ হাজার টাকা, সাথী আক্তার (২৯) পিতা. আবু কালাম কাজী কাজ থেথে ১.৫০.০০০ হাজার টাকা. সালমা আক্তার (২৪) পিতা. মোকলেছ মোল্লা থেকে ১.৫৮.০০০ হাজার টাকা, জাহানুর (৫২) পিতা.নূর মোহাম্মদ কাজ থেকে ১.৫০.০০০ হাজার টাকা নেন তারা। এদের মধ্যে সালমা আক্তার তার অভিযোগে উল্লেখ করেন, গোগনগর ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম আমাতে জায়গাসহ ঘর বরাদ্দ দেওয়ার কথা বলিয়া অনুমান ২ বছর পূর্বে আমার নিকট থেকে এক লক্ষ আটান্ন হাজার টাকা নিয়াছিল। পরবর্তীতে সে আমার অনুকূলে জায়গাসহ ঘর বরাদ্দ না দিয়া এবং আমার টাকা ফেরত না দিয়া বিভিন্ন অযুহাত দেখাইয়া আমাকে ঘুরাইতেছে। আমি টাকা চাইতে গেলে আমাকে বলে যে, চেয়ারম্যানের নিকট টাকা আছে, চেয়ারম্যান আমাকে টাকা ফেরত দিলে আমি আপনার টাকা ফেরত দিব। আমি মেম্বারের নিকট পুনরায় টাকা চাইতে গেলে ৭নং ওয়ার্ড মেম্বার আমাকে বিভিন্ন প্রকার হয়রানীসহ হুমকি-ধমিক প্রদান করিতেছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করিয়াও ব্যর্থ হওয়ায় আপনার আশু হস্তক্ষেপ কামনা করিলাম। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহামুদুল হক বলেন, ভূক্তভোগী আপনারা এতা দিন কোথায় ছিলেন। তারা ঘর দেওয়ার কথা বলে যদি টাকা নিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম বলেন, এর আগের কিছু মানুষ এমন অভিয়োগ করেছিলো আমরা তাদের টাকা ফিরত দেওয়ার ব্যবস্থা করেছি। আপনারা অভিযোগ দিয়েছেন সেটা জাচাই বাছাই করে আমরা দেখবো যদি আপনাদের থেকে টাকা নিয়ে থাকে তাহলে সটো ফিতর দিতে হবে। কারন এটা প্রধানমন্ত্রী উপহার এর ঘর এটা থেকে কারো এক টাকা খাওয়া সুযোগ নেই। এ ব্যাপারে অভিযুক্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মেম্বার মুঠোফোনে জানান, আমার চাচা এমদাদ হোসেন এর সাথে আমাদের পূর্বে সম্পতি নিয়ে একটি জামেলা আছে তাই সে আমার নামে অভিযোগ করেছে। বর্তমানে গোগনগর ইউনিয়নের মধ্যে তিনটি ভাগ রয়েছে। গত নির্বাচন এবং কোরবানীর হাট নিয়ে অনেক সাথে জামেলা হয়েছে সেটাকে কেন্দ্র করে এখন তারা মেম্বাদের নামে এসব অভিযোগ দিচ্ছে। যা সবটা মিধ্যা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা