আজ মঙ্গলবার | ১২ আগস্ট ২০২৫ | ২৮ শ্রাবণ ১৪৩২ | ১৭ সফর ১৪৪৭ | রাত ১:১৭

দলীয় শাস্তির মুখে বিএনপি নেতারা

ডান্ডিবার্তা | ২১ মার্চ, ২০২৪ | ১১:৫১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনসহ যারা বিএনপির আন্দোলন সংগ্রামে অনিহা প্রকাশ করে নিজেদের গুটিয়ে রেখেছিলেন তারা এবার দলীয় শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। এর মধ্যে নারায়ণগঞ্জের একাধিক নেতা রয়েছে বলে জানা গেছে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন কদিন আগে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। বেরিয়ে এসেই কট্টর বিএনপি সাজার অভিনয় করেছিলেন। কিন্তু কট্টর বিএনপি সাজতে গিয়ে নিজেই ধরা খেয়েছেন। হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে সরকারের সাথে তার বিরোধের গল্প এখন চাউর হয়েছে। যদিও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এসব অভিযোগকে অস্বীকার করেছেন। এসবই তার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার বলে তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু বাস্তবতা হল যে, এখন একটা একটা করে সব থলের বিড়াল বেরিয়ে আসছে। বিএনএমের সঙ্গে তার যোগাযোগ, বিএনএমের চেয়ারম্যান হওয়ার জন্য তার আগ্রহ এবং বিএনএমের বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে তার বৈঠকের তথ্য আর বিএনপির নেতাদের কাছে গোপন নেই। এই সমস্ত তথ্যই বিএনপির হাইকমান্ড জেনেছে। আর এটা জানার পর বিএনপির হাইকমান্ড এখন মাথায় হাত দিয়ে বসে আছে। সরকারের সঙ্গে গোপনে যোগাযোগ করা এবং কিংস পার্টির নেতা হওয়া মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনকে তারা আবার কিভাবে বিএনপিতে ভেড়ালেন এবং স্বাধীনতা উদযাপন কমিটির আহ্বায়ক বানালেন, এ নিয়ে বিএনপির অন্তহীন দুঃখ-বেদনা। বিএনপির নেতারা নিজেরাই স্বীকার করেছেন যে, বারবার তারা ধোকা খাচ্ছেন। তারা তাদের দলের মধ্যে কে আসল কে পর তা চিনতে ভুল করছেন। বিএনপিতে এখন সন্দেহবাতিক প্রবলভাবে দেখা দিয়েছে। তবে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া বিএনপির মধ্যে শুদ্ধি অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন বলেই জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য বলেছেন যে, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনের বিষয়টি সম্বন্ধে জানার পর তারেক জিয়া তাকে কারণ দর্শানোর জন্য চিঠি দেওয়ার কথা বলেছেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি দেশে ফিরলেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। কারণ দর্শানো নোটিশে তাকে বিএনএমের সঙ্গে সম্পর্ক, কেন সাকিব আল হাসান তার বাসায় গিয়েছিল, বিএনএমের নেতারা এখনও কেন বলছে যে, মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন বিএনএমের চেয়ারম্যান হয়েছিলেন -এই সব কিছুর ব্যাখ্যা দিতে বলা হবে। উল্লেখ্য যে, এর আগেও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিনকে আমি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। মেজর হাফিজের সঙ্গে গত দুই বছর ধরেই বিএনপির সম্পর্কে টানাপোড়েন। অনেকে মনে করেন, এই সম্পর্কে টানাপোড়েন আরও দীর্ঘ। মেজর হাফিজের সঙ্গে তারেকের বিরোধের কথা প্রকাশ্য বিষয় এবং তিনি তারেকের নেতৃত্ব পছন্দ করেন না। তাকে বিএনপিতে খালেদাপন্থী মনে করা হয়। বিভিন্ন সময়ে তিনি প্রকাশ্যে তারেক জিয়ার নেতৃত্বের সমালোচনা করেছেন এবং তারেক জিয়ার হাতে বিএনপি যে ধ্বংসপ্রাপ্ত হতে যাচ্ছে এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে কোনরকম ছাড় দেননি। সেই মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন নির্বাচনের আগে দলে থাকছেন না এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল এবং হাফিজ উদ্দিনও ঘোষণা দিয়েছিলেন যে, তিনি সংবাদ সম্মেলন করবেন। সংবাদ সম্মেলনে তিনি তার অবস্থান ব্যাখ্যা করলেও তিনি আনুষ্ঠানিকভাবে বিএনএমে যোগদান করেননি। কিন্তু নির্বাচনের পর এখন আস্তে আস্তে তার সাথে সরকারের গোপন যোগাযোগের কথা বেরিয়ে আসছে। বিএনপি মনে করছে যে, এই বিষয়টি যদি তারা এড়িয়ে যায় বা উপেক্ষা করে তাহলে দলের অন্য যাদেরকে বহিষ্কার করা হয়েছে বা যাদেরকে অভিযুক্ত করা হয়েছে তাদের প্রতি অবিচার করা হবে। আর এজন্যই এই অবিচার যেন না হয়, সে কারণেই মেজর হাফিজকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। বিএনপিতে একটা নীতি তৈরি করা হয়েছে। নীতিটি হল যে, বিএনপিতে কেউ অপরিহার্য নয়, যে দলের শৃঙ্খলা ভঙ্গ করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মেজর অবসরপ্রাপ্ত হাফিজের বিরুদ্ধে যা অভিযোগ উঠেছে স্পষ্টতই দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। আর এ কারণেই তার বিরুদ্ধে এখন ব্যবস্থা গ্রহণ করা হবে কি না এজন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে এবং আবার হয়তো বিএনপিতে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা