
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী একটানা ২১ বছর যাবত এই চেয়ারে বসে আছেন। ২০০৩ সালে তৎকালীন নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করে বিজয়ী হন আলী আহমদ চুনকার কণ্যা সেলিনা হায়াত আইভীর। এরপর ২০১১ সালে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন এবং ২০১৬ ও ২০২২ সালে অনুষ্ঠিত দ্বিতীয় নির্বাচনেও মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন আইভী। নারায়ণগঞ্জ হচ্ছে প্রাচ্যের ডান্ডি। দেশের ব্যস্ততম শহর গুলোর মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়া দিয়ে সারাদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই চাষাঢ়ার রাস্তা পারাপারের জন্য একটি ফুট ওভারব্রিজের দাবিতে দীর্ঘদিন যাবৎ জানিয়ে আসছে নগরবাসী। দীর্ঘ ২১ বছরেও নগরবাসীর সামান্য এই দাবিটুকু পূরণ করতে পারেননি সিটি মেয়র আইভী এবং ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। উল্লেখ থাকে যে সিটি মেয়র আইভীর মত ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুদুল আলম খন্দকার খোরশেদও ২১ বছর যাবত এই ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে অধিষ্ঠিত আছেন। সরেজমিনে দেখা গেছে, চাষাড়া থেকে চারদিকে চারটি সড়ক চলে গেছে। চাষাড়া থেকে নিতাইগঞ্জ, চাষাড়া থেকে খানপুর হাসপাতাল হয়ে সিদ্ধিরগঞ্জ, চাষাড়া থেকে পঞ্চবটি হয় ঢাকা এবং চাষাড়া থেকে বিশ্বরোড দিয়ে ঢাকা। চাষাড়ার মধ্যখানে অবস্থিত বিজয়স্তম্ভ ঘিড়ে চারপাশ দিয়ে চলাচল করে অসংখ্য পরিবহন। এ অবস্থায় রাস্তা পারাপারের জন্য চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণকে। বিশেষ করে শিশু এবং মহিলাদের এই সড়ক পারাপার করতে হয় চরম ঝুঁকি নিয়ে। তাছাড়া ছিনতাইকারী দল প্রায়শই ওৎ পেতে থাকে এবং মোবাইল মানিব্যাগ নিয়ে মুহূর্তেই চম্পট দেয়। এই ব্যস্ততম এলাকাটাতে একটি ফুট ওভারব্রিজের দাবিতে নানা কর্মসূচি পালন করেছে নগরবাসী। মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়েছে। ফেসবুক গ্রুপ “নারায়ণগঞ্জস্থান” এর ছেলে মেয়েরা বারবার চাষাড়ার রাজপথে দাঁড়িয়েছে একটি ফুটওভার ব্রিজের দাবিতে, সাধারন জনগনও তাতে একাত্মতা প্রকাশ করেছে তাদের সাথে। তবে এ বিষয়ে মেয়র কখনো কোন কিছু না বললেও স্থানীয় কাউন্সিলর বেশ কয়েকবারই আশা দিয়েছিলেন কিন্তু এটুকুই। আশা কখনো পূরণ করার চেষ্টা করেননি মেয়র-কাউন্সিলরের কেউই।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯