
ডান্ডিবার্তা রিপোর্ট গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি নির্বাচন’ আখ্যা দিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘বাংলাদেশে প্রতিবেশী ভারতের একটা তাবেদারি সরকার চলছে। যে সরকার জনগণের ভোটের অধিকার হরণ করে বিরোধীদলের নেতা-কর্মীদের হত্যা করে, গুম করে, জেলে নিয়ে মামলা দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। ’গত মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্তোরাঁ স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতারের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নুরুল হক বলেন, ‘বিরোধীদলের ৪০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে দেড় লক্ষ মামলা। ৭ জানুয়ারি একটা ডামি নির্বাচন হয়েছে। জনগণ সে নির্বাচনে ভোট দেয়নি। অনেকে বর্তমান সরকারকে বলে ফাইভ পার্সেন্ট সরকার। কেননা ৯৫ পার্সেন্ট জনগণ এ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তারপরও তাদের দাপট এবং হুমকি-ধমকি।’ স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশের জনগণের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তি মেলেনি বলেও মন্তব্য করেন তিনি। ‘স্বাধীনতার ৫৩ বছরে এসে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, ভোট ও নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ও সার্বভৌম ভূখন্ড পেলেও রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি মেলেনি।’ নুরুল বলেন, ‘কোন বক্তব্য দিলে, কিছু লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গোটা দেশের মানুষ এ জালিম শাহীর কাছে জিম্মি। এদেশে রাজনীতি করছে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিকরা। মেধাবীরা রাজনীতি থেকে দূরে সরে যাওয়ায় দুর্বৃত্ত ও মাফিয়ারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করছে।’ ছাত্র-তরুণ-যুবকদের ‘নতুন এ মুক্তিসংগ্রামে’ অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘শুধুমাত্র মুক্তিযুদ্ধ নয় ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত আন্দোলন-সংগ্রামে ছাত্র, যুবক ও তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, সে সময় সারাদেশে কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা জাগরণ ঘটেছিল। পরে নিরাপদ সড়ক আন্দোলনে রাষ্ট্রের অনিয়ম, অবিচার ও অন্যায়ের বিরুদ্ধে কিশোর বিদ্রোহ হয়েছিল। কিন্তু ছাত্র, কিশোরদের গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচারের পক্ষে রাজপথে নামতে দেখা যায় না। ‘বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশের ৮২ শতাংশ উচ্চশিক্ষিত তরুণ দেশে থাকতে চায় না। কারণ এদেশকে শিক্ষা, চিকিৎসা ও ভবিষ্যতের জন্য তারা নিরাপদ মনে করে না। আমাদের প্রিয় মাতৃভূমিকে কারা অনিরাপদ করেছে সে প্রশ্ন তরুণ বন্ধুদেরই করতে হবে।’ তিনি আরও বলেন, ‘এ দেশে গত ৫৩ বছরে প্রতিহিংসা ও ক্ষমতা দখলের রাজনীতি চলেছে। আমরা প্রতিহিংসা ও দখলদারির রাজনীতি নয় সম্প্রতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বিএনপিসহ ৬৩ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিলাম, নির্বাচন বর্জন করেই আমরা থেমে যাইনি। আন্দোলন এখনও চলছে।’ শ্রীলঙ্কার উদাহরণ টেনে নুরুল হক বলেন, ‘শ্রীলঙ্কায় যখন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যর্থ হয়েছে তখন জনগণ গণঅভ্যূত্থান ঘটিয়েছে। এখানেও জাতীয় নেতৃবৃন্দ সঠিক দিকনির্দেশনায় ব্যর্থ হলে জনগণ আরব-বসন্তের মতো বাংলা-বসন্ত ঘটাবে। সেই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে ছাত্র-যুবক-তরুণদের।’ দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘স্বাধীনতা দিবসেও দেখছি, আনন্দ উদযাপনের চেয়ে মানুষের মধ্যে হতাশা বেশি। দেশটাকে এমন অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে। আওয়ামী লীগ আর গণতন্ত্রের পক্ষের শক্তি হিসেবে নাই। আজকে কথা বলার, ভোট দেওয়ার স্বাধীনতা নাই। চারদিকে কেবল গুম, খুনের ঘটনা। নারায়ণগঞ্জের সাতখুন ও ত্বকী হত্যার ঘটনা আমরা ভুলে যাইনি। কিন্তু ক্ষমতায় সারাজীবন কেউ থাকতে পারেনি। ‘তাই হতাশ না হয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান। নতুন কৌশলে নতুনভাবে আন্দোলন করতে হবে। ভারতের তাবেদারি আমরা করবো না। স্বাধীনতা ও সার্বভৌমত্বের এ আন্দোলনে বিজয়ী হতে হবে।’ ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান রাশেদ। গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটির এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মাসুকুল ইসলাম রাজিব ও ১৩নং ওয়ার্ড কাউসিলর, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯