
ডান্ডিবার্তা রিপোর্ট নবীগঞ্জ খেয়া ঘাটে ট্রলার মাঝিরা বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া ট্রলার চালনাসহ যাত্রীদের নাজেহাল করার গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ক্ষমতাসীন দলের নেতাদের প্রভাবে ট্রলার চালকরা যাত্রীদের নাজেহালসহ নানা অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এতে করে এ ঘাট দিয়ে পারাপার হওয়া যাত্রীরা চরম নিরাপত্তাহীনতায় ভোগছে। আর তাদের অত্যচারে অতিষ্ট হয়ে উঠেছে। গতকাল বৃহস্পতিবার ইফতারের সময় নারী, শিশুসহ ৪ জন যাত্রীকে মারধর করেছে ট্রলার চালকরা। মারধররের শিকার হয় যাত্রী শাহআলী(৩০), তার ছেলে নাবিল(১৬), তফিক(১৩) ও তার স্ত্রী। জানা গেছে, এ পরিবার শহর থেকে মাকের্ট করে নিজ বাড়ি সোনারগাঁ যাওয়ার পথে নবীগঞ্জ খেয়াঘাট দিয়ে ট্রলার পর হন। ট্রলারটি বেপারোয়া ভাবে নবীগঞ্জ পাড়ে এসে সজোরে ধাক্কা দিলে শিখু যাত্রী নাবিল ও তফিক ট্রলারের ইঞ্জিনে পড়ে গিয়ে আহত হয়। এ সময় শিশুদের পিতা শাহ আলী প্রতিবাদ করলে ট্রলার চালক আফসার ও মহসীন তাদের উপর হাপলা করে তাদের আটকে রেখে পশ্চিমপাড় থেকে আরো ট্রলার চালকদের ডেকে এনে নারী ও শিশুদেরসহ শাহআলীর উপর চড়াও হয়। এতে করে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে উঠলে ট্রলার চালকরা দ্রুত পূর্বপাড় থেকে পশ্চিম পাড়ে চলে যায়। এ নিয়ে ঘাটে উত্তেজনা বিরাজ করলে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ব্যপারে ক্ষমতাসীন দলের সাবেক স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল জানান আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এলাকাবাসী জানান, ঘাটটি ক্ষমতাসীন দলের নেতার নিয়ন্ত্রণে থাকায় সেই নেতার প্রভাব দেখিয়ে ঘাটের টাকা আদায়কারী ও ট্রলার চালকরা যাত্রীদের সাথে প্রতিনিয়ত খারাপ আচারনসহ নানা ভাবে নাজেহাল ও বেপরোয়া ভাবে ট্রলার চালিয়ে যাত্রীদের ভ্রমণ অনিরাপদ করে তোলছে। এতে করে যাত্রীরা অতিষ্ট হয়ে উঠেছে। তাই যাত্রীরা এমপি সেলিম ওসমানসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯