
ডান্ডিবার্তা রিপোর্ট দ্বাদশ নির্বাচনের আগ মুহূর্তে নির্বাচনীন প্রচারনায় নারায়নগঞ্জকে মাদকমুক্ত করার ঘোষনা দিয়েছিলেন প্রভাবশালী সাংসদ শামীম ওসমান। মাদকমুক্ত সমাজ গঠন করার জন্য বিভিন্ন উদ্যোগও নিয়েছেন তিনি। এমনকি পবিত্র কাবা শরীফ ছুয়েও তিনি ওয়াদা করেছিলেন নারায়ণগঞ্জবাসীকে মাদকমুক্ত সমাজ উপহার দেওয়ার জন্য। সে লক্ষ্যেই অনুষ্ঠিত হয়েছে অরাজনৈতিক সংগঠন প্রত্যাশার উদ্যোগে আয়োজিত মাদকমুক্ত সমাবেশ। উক্ত অনুষ্ঠানে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছিলেন, আমার রাজনৈতিক জীবনে মাদক নিয়ে বিব্রত কোনোদিন হইনি। আমার ছোট বোন আইভীর মতো আমি সরাসরি প্রশাসনকে কিছু বলতে পারবো না। উনি বলে ফেলেন। কিছুদিন আগে বলেছেন, প্রশাসন ওখান থেকে টাকা কামায়। গত কয়েক মাস আগে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে আয়োজিত অরাজনৈতিক সংগঠন প্রত্যাশার আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। সূত্রমতে, মাদকের জোয়ারে ভাসছে নারায়ণগঞ্জ। প্রায় প্রত্যেকটি পাড়া মহল্লায় গড়ে উঠেছে একাধিক মাদক স্পট। ধীরে ধীরে মাদকের করাল গ্রাসের শিকার হচ্ছে যুবসমাজ এবং কলেজ পড়ুয়া ছাত্ররা। নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে বহু মাদকাশক্ত নিরাময় কেন্দ্রও। আবাসিক হোটেলগুলোতেও এখন মাদক ব্যবসা চলছে। অভিযোগ রয়েছে, প্রত্যেক মাদক স্পট থেকেই থানা-পুলিশের কর্তা ব্যক্তিরা মাসোহারা নিচ্ছে। মূলত দেশের মাদক ব্যবসার অন্যতম ট্রানজিট পয়েন্ট নারায়ণগঞ্জ জেলা। ঢাকা-সিলেট ও ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সংযোগস্থল হল মাদকের অন্যতম বর্ডার। অনুসন্ধানে জানা যায়, প্রতিদিন নারায়ণগঞ্জের বিভিন্ন রুটে মাদকের বিপুল পরিমাণ চালান প্রবেশ করছে মায়নামারের ইয়াবা। ফেন্সিডিলের সবচেয়ে বড় চালানগুলো আসছে কুমিল্লা থেকে। ভারতীয় সীমান্ত দিয়ে প্রবেশ করা ফেন্সিডিল বিভিন্ন কৌশলে ট্রাক অথবা বাসযোগে পৌঁছে যাচ্ছে নিজ গন্তব্যে। এছাড়াও ঢাকার আমিন বাজার, গেন্ডারিয়া, কমলাপুর, শ্যামপুর ও আশপাশের এলাকা থেকেও মাদকের ছোট-বড় চালান প্রবেশ করছে নারায়ণগঞ্জে। পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জ থেকেও চালান আসছে এবং নারায়ণগঞ্জ থেকেও মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে যাচ্ছে। জানা গেছে, শুধুমাত্র নারায়ণগঞ্জ শহর ও আশপাশের এলাকাগুলোতেই প্রায় তিন শতাধিক মাদক স্পট রয়েছে। শহরের খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তল্লা, ব্যাংক কলোনী, মাছুয়াপাড়া, আমলাপাড়া, নন্দীপাড়া, জামতলা, ধোপাপট্টি, পালপাড়া, ৫নং ঘাট, টানবাজার থানাপুকুরপাড়, বৌ-বাজার, বাবুরাইল, নয়াপাড়া, জল্লারপাড়া, জিমখানা, নতুন জিমখানা, সূতারপাড়া, নিতাইগঞ্জ, নয়ামাটি, বালুরমাঠ, শহরের শহীদ মিনার এলাকা, ফতুল্লার কুতুবাইল, রেললাইন, কাঠেরপুল, পৌষার পুকুরপাড়, দেওভোগ, শিবু মার্কেট, নতুন ষ্টেডিয়াম এলাকা, বাড়ৈভোগ, মাসদাইর, ইসদাইর, সস্তাপুর, পুলিশ লাইন, গাবতলীসহ প্রায় প্রত্যেক মহল্লায় এখন হাত বাড়ালেই মাদক পাওয়া যাচ্ছে। এসব এলাকার পাশাপাশি ফতুল্লার বিশাল বিসিক শিল্প এলাকাতেও মাদকের ব্যবসা চলছে। প্রকাশিত সংবাদের তথ্য মতে, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলো জমজমাট ব্যবসা করছে। এখানে চিকিৎসা নিতে আসা অধিকাংশই যুবক এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। নাম প্রকাশে অনিচ্ছুক একটি মাদকাশক্ত নিরাময় কেন্দ্রের পরিচালক জানান, মূলত একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমরা নিরাময় কেন্দ্র খুলেছিলাম। কিন্তু মাদকের পরিস্থিতি এতই ভয়াবহ যে, কেন্দ্রগুলো এখন ব্যবসায়িক চিন্তাধারায় গড়ে উঠছে। তাদের অভিমত, নারায়ণগঞ্জের মাদকের অবস্থা এখন ভয়াবহ। জেলার একটি গোয়েন্দা সংস্থার হিসেবে নারায়ণগঞ্জে প্রায় তিন হাজারেরও বেশি মাদক ব্যবসায়ী রয়েছে। এদের নিয়ন্ত্রণে রয়েছে ১৫ হাজারেরও বেশি বিক্রেতা ও বহনকারী। পুলিশের তালিকায় প্রায় অর্ধশত বড় ডিলারের নাম থাকলেও রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। যদিও নারায়ণগঞ্জের প্রভাবশালী সংসদ সদস্য শামীম ওসমান নির্বাচিত হবার পর থেকেই মাদকের বিরুদ্ধে তার কঠোর অবস্থানের কথা ঘোষণা করে আসছেন। বিভিন্ন সভা-সমাবেশে তার বক্তব্যের একটি বিশাল অংশ জুড়ে থাকছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। তিনি দাবি করেন, পুলিশ, মিডিয়া ও রাজনীতিবিদরা যদি শক্তিশালীভাবে কাজ করে তাহলে নারায়ণগঞ্জে কোন মাদক থাকবে না। প্রয়োজনে মাদক ও সন্ত্রাস রুখতে পুলিশদের গুলি করারও পরামর্শ দেন এই সাংসদ। তবে, শামীম ওসমানের এই হুংকারকেও ডেমকেয়ার মনে করে দেদারছপ মাদক ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে আসছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯