আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | রাত ৮:৩৫

রমজানে ৪০ বছর যাবৎ জনসেবায় শামীম

ডান্ডিবার্তা | ৩১ মার্চ, ২০২৪ | ১১:৪২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সুদীর্ঘ ৪০ বছর যাবৎ পবিত্র মাহে রমজান উপলক্ষে আমলাপাড়ার কৃতি সন্তান জনদরদী মোঃ শামীম রোজাদার মুসলমান ভাই বোনদের সেহেরী খাওয়ার জন্য ঘুম থেকে ডেকে তোলেন। তিনি আমলাপাড়ার ছেলে, মাত্র ১০ বছর বয়স থেকে নিরলসভাবে এই মহতী কাজ শুরু করেন। সোনালী ব্যাংকের কর্মচারী ও আমলাপাড়া এলাকার সন্তান শামীম পবিত্র রমজান মাসে একটি রিক্সায় মাইক লাগিয়ে সেহেরীর সময় নারায়ণগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক ও অলিতে গলিতে মাইকে রোজাদার ভাই বোনদের ঘুম থেকে উঠে সেহেরী খেয়ে রোজা রাখার অনুরোধ করেন। তার এই মহতী কাজে সহযোগিতা করেন কাজল বেগম নামের এক হৃদয়বতী নারীসহ শাকিল, বাবু ও রাজা নামের আরও ৩ জন উদ্যোগী জনসেবী। মোঃ শামীম ব্যক্তিগত উদ্যোগে উক্ত কাজের খরচ যোগাড় করেন। তিনি এই কাজের বিনিময়ে কারও নিকট হতে কোন অর্থ গ্রহণ করেন না। তার ইচ্ছা আমৃত্যু পর্যন্ত পবিত্র রমজান মাসে তিনি এই কাজটি করে যাবেন। তিনি সকলের দোয়া কামনা করেন। সে এলাকার ধনী, গরীব সকল সম্প্রদায়ের ধর্মপ্রাণ ব্যক্তিগণের নিকট বিশেষভাবে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ জানায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা