আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৫৯

বিএনপিতে ঐক্যের আহ্বান

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৪ | ১১:৩৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দীর্ঘদিন ক্ষমতার বাহিরে দেশের সবচাইতে বড় বিরোধী দল বিএনপি। দফায় দফায় আন্দোলন করে ও আন্দোলনে সফলতার মুখ দেখতে পারছে না। এদিকে গত বছরের জুলাই মাস থেকেই ঘোষিত এক দফা দাবির লাগাতার কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জসহ রাজধানীতে ব্যাপক হারে কর্মসূচি পালন করলে ও গত ৭ জানুুয়ারী নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে দলটি। যার মূল কারণ হিসেবে বিবেচনা করে দলটির হাইকমান্ড পেয়েছে বলয়ের প্রভাব। যে যার যার বলয়ের হয়েই কাজ করেন কেউ বিএনপির হাইকমান্ডের সঙ্গে আলোচনা সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করেন না। তা ছাড়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি থেকে শুরু করে তাদের সকল অঙ্গ সংগঠনের কমিটি নতুন করে হলে ও একটির মধ্যে ও নেই ঐক্যর প্রভাব। তা ছাড়া অনেকে কমিটিতে স্থান পেয়ে ও পাত্তা দেয় না সভাপতি ও সাধারণ সম্পাদককে। যা নিয়ে দ্বন্দ্বে জর্জরিত হয়ে আছে দলটি। যাকে ঘিরে গত শুক্রবার জেলা বিএনপির আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঐক্যর ডাক দিয়েছেন। একই ভাবে গত শনিবার নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ইফতার মাহফিলে একইভাবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তা ছাড়া ঈদের পর আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান দিয়েছেন। কিন্তু তাদের মধ্যে যে পাহাড় সমান দ্বন্দ্ব রয়েছে তা সামনে কতটুকু মিমাংসা হয়েছে সকলেই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আসে এটাই দেখার বিষয়। সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনে গিয়াস উদ্দিন ও গোলাম ফারুক খোকনকে দায়িত্ব দেওয়ায় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি ও সাবেক সদস্য সচিব ও সাবকে ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ তাদের বয়কট করে জেলা বিএনপির ব্যানারে আলাদা বলয়ের জন্ম দিয়েছেন। এমনকি ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, রূপগঞ্জ ও আড়াইহাজারে আলাদা একটি বলয় ও সৃষ্টি করেছেন তাদের দ্বন্দ্বে বর্তমানে কোনঠাসা জেলা বিএনপি। অপর দিকে মহানগর বিএনপির একই দশা বিরাজমান নবাগত কমিটি গঠনের পর থেকেই কমিটিকে অযোগ্য আখ্যা দিয়ে ১৫ জন বেড়িয়ে যাওয়া নেতাদের মধ্যে এখনো কেউ আর ফিরে আসেনি। তাছাড়া তারা দীর্ঘদিন আলাদা মহানগর বিএনপির ব্যানারে আন্দোলন করলে ও বর্তমানে বিএনপি থেকে নিরব ভূমিকায় রয়েছেন। তা ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে নেই কোন ঐক্য তারা আলাদা আলাদা ব্যানারে বিএনপির কর্মসূচি পালন করেন। জেলা স্বেচ্ছাসেবক দলে আহ্বায়ক ও সদস্য সচিবের মধ্যে নেই বনিবনা যা নিয়ে বিলম্বনায় পরেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বর্তমানে আহ্বায়ককে কোন কর্মসূচিতে দেখা যায় না। সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলেই কর্মসূচি অল্প পরিসরে পালন করছে। জেলা ছাত্রদলের একই চিত্র দৃশ্যমান সভাপতি থাকে এক দিকে আর কমিটির সাধারণ সম্পাদকসহ বাকিরা অন্যদিকে। জেলা শ্রমিক দল, কৃষকদলে ও নেই ঐক্যবদ্ধতা। তা ছাড়া মহানগর যুবদলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছে আলাদা সাইডে আহ্বায়ক ও সদস্য সচিব একাই কার্যক্রম পরিচালনা করছেন। মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর পরই নিজেদের মধ্যে তৈরি হয়েছে দ্বন্দ্বের। যার কারণে শীগ্রই নয়া কমিটি গঠন নিয়ে ও আলোচনা চলমান রয়েছে। তা ছাড়া মহানগর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকে বিগত দিন থেকেই দ্বিধাদ্বন্দ্ব সব মিলিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপিতে হ-য-ব-র-ল অবস্থা বিরাজমান রয়েছে। আর বর্তমানে যেহেতু আলোচনা শোনা যাচ্ছে ঈদুল ফিতরের পরপরই বিএনপি আবারো রাজপথমুখী হবে সেই ক্ষেত্রে আন্দোলনে সফলতা পেতে হলে তারেক রহমানের এই ঐক্যর ডাকে সকলকে একত্রিত হয়ে সাড়া দিতে হবে বলে মনে করছেন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা