আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:২৯

আগাম জামিন পেলেন বিএনপির ৪৫০ নেতাকর্মী

ডান্ডিবার্তা | ০১ এপ্রিল, ২০২৪ | ১২:০২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট দলীয় কর্মসূচি পালনের সময় পুলিশের ওপর হামলা, নাশকতা, হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ সাড়ে ৪০০ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার তাদের পৃথক পৃথক জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আখতারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আগামী ছয় সপ্তাহ পর তাদের নি¤œ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল ফরিদা পারভীন ফ্লোরা ও সহকারী অ্যাটর্নি জেনারেল আল মামুন। পরে আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী মাহবুবুর রহমান খান বলেন, ২৮ অক্টোবরের আগে এবং পরে নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা, রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁসহ বিভিন্ন থানায় দায়ের করা ৬২টি মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করি। আদালত শুনানি নিয়ে ৪০০ জনকে ছয় সপ্তাহের জন্য আগাম জামিন দিয়েছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলামও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছয় সপ্তাহ পর তাদের বিচারিক আদালত আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আদালত। গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে পুলিশের কাজে বাধা, ককটেল উদ্ধার, হামলা ভাঙচুরসহ বিভিন্ন থানায় ৬২টি মামলা হয়। এসব মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি-সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি-সম্পাদক, শ্রমিক দলের সভাপতি-সম্পাদকসহ সাড়ে ৪০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়। এসব মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত শুনানি নিয়ে আজ তাদের জামিন মঞ্জুর করেন। মানবজমিন থেকে নেয়া




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা