আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩১

ফেন্সিডিলসহ ইউপি সদস্য গ্রেফতার

ডান্ডিবার্তা | ০২ এপ্রিল, ২০২৪ | ১১:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট কথায় আছে কয়লা ধুইলে ময়লা যায়না। এই প্রবাদকে আবারও সত্য হিসেবে প্রতিষ্ঠিত করলেন বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য সাকিল পারভেজ রনি। মেম্বার নির্বাচিত হয়েই আবারো পুরোনো ব্যবসা মাদক বিক্রিতে জড়িয়ে এবার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে ১০ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের আন্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য সাকিল পারভেজ রনি সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে গতকাল সোমবার দূপুরে মাদক মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য সাকিল পারভেজ রনি বন্দরের উত্তরাঞ্চলের একজন চিহ্নিত মাদক কারবারি। সে গত ৯ মার্চ ১নং ওয়ার্ডের উপনির্বাচনে মাদক ব্যবসার অবৈধ টাকার জোরে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।কিন্তু একজন জনপ্রতিনিধি হয়েও তার পুরোনো মাদক ব্যবসা ছাড়তে পারেনি। ফলশ্রুতিতে মাদকসহ গ্রেফতার হয় সে। তাকে গ্রেফতারের ফলে মদনপুর এলাকার সচেতন মহল পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা