
ডান্ডিবার্তা রিপোর্ট একাধিকবার বিভিন্ন স্থানে আটক করে এবং আমার শিশু সন্তানকে অপহরণের ভয় দেখিয়ে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে সোনারগাঁয়ের বড় সাদিপুর গ্রামের মো.মতিনের ছেলে শাওনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে বড় সাদিপুর এলাকার ইঞ্জিঃ মোসলেম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত.ইদ্রিস আলীর ছেলে মো. ইউসুফ শাওনগংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগে মো.ইউসুফ উল্লেখ করেন যে, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়া বর্তমান ঠিকানার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি এবং ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করি। বিবাদী মো.মতিনের ছেলে মোঃ শাওন এবং মৃত.মনু মিয়ার ছেলে আক্তার হোসেন আমার বর্তমান ঠিকানার প্রতিবেশী। উক্ত বিবাদীদ্বয় প্রায়শই কারণে অকারনে রাস্তা ঘাটে আমার সহিত অশ্লীল আচরণ করিতো। এছাড়া বিবাদীরা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছিল। যাহার কারণে বিবাদীরা আমাকে একাধিকবার বিভিন্ন স্থানে আটক করে এবং আমার শিশু সন্তানকে অপহরণের ভয় দেখাইয়া আমার নিকট চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমি বিবাদীদের ভয়ে বিভিন্ন তারিখ ও সময় বিবাদীদ্বয়কে ১ লক্ষ টাকা প্রদান করিলেও বিবাদীরা আমার শিশু সন্তানকে স্কুলে আসা যাওয়ার পথে বড় ধরণের ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে আমার নিকট পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপরোক্ত ১নং বিবাদী আমাকে ফোন করিয়া কথা আছে মর্মে বড় সাদিপুর সাকিনস্থ সূতার মাঠ সংলগ্ন লিচু বাগনে যাইতে বলে। আমি বিবাদীর কথা অনুযায়ী উক্ত স্থানে যাওয়ার পর দেখি যে, সেখানে উক্ত ১নং ও ২নং বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা আরো ২ জন বিবাদী উপস্থিত রহিয়াছে। আমি সেখানে যাওয়ার উপরোক্ত বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমার নিকট চাঁদার টাকা দাবী করে। আমি বিবাদীদের আর কোন চাঁদা দিতে পারিব না বলিয়া জানাইলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে উপরোক্ত বিবাদীদের চাঁদা টাকা না দিলে তাহারা আমাকে ঘটনাস্থলে আটক করিয়া রাখার হুমকী প্রদান করে এবং বিবাদীরা আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা সহ আমার ব্যবহৃত মোবাইল ফোন, যার মূল্য সাড়ে ১০ হাজার টাকা রাখিয়া দেয়। পরবর্তীতে বিবাদীদের চাঁদার টাকা আনিয়া দেয়ার শর্তে সেখান থেকে ছুটিয়া আসি। আমি বিবাদীদের কবল হইতে রক্ষা পাওয়ার পর বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণের পরামর্শ প্রদান করায় আমি নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯