আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৩

শিশুকে অপহরনের ভয় দেখিয়ে চাঁদাদাবী

ডান্ডিবার্তা | ০৩ এপ্রিল, ২০২৪ | ১১:৪১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট একাধিকবার বিভিন্ন স্থানে আটক করে এবং আমার শিশু সন্তানকে অপহরণের ভয় দেখিয়ে চাঁদা দাবী করার অভিযোগ পাওয়া গেছে সোনারগাঁয়ের বড় সাদিপুর গ্রামের মো.মতিনের ছেলে শাওনগংদের বিরুদ্ধে। এ বিষয়ে বড় সাদিপুর এলাকার ইঞ্জিঃ মোসলেম উদ্দিন এর বাড়ীর ভাড়াটিয়া মৃত.ইদ্রিস আলীর ছেলে মো. ইউসুফ শাওনগংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগে মো.ইউসুফ উল্লেখ করেন যে, আমি আমার স্ত্রী সন্তানদের নিয়া বর্তমান ঠিকানার বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করি এবং ব্যবসা করিয়া জীবিকা নির্বাহ করি। বিবাদী মো.মতিনের ছেলে মোঃ শাওন এবং মৃত.মনু মিয়ার ছেলে আক্তার হোসেন আমার বর্তমান ঠিকানার প্রতিবেশী। উক্ত বিবাদীদ্বয় প্রায়শই কারণে অকারনে রাস্তা ঘাটে আমার সহিত অশ্লীল আচরণ করিতো। এছাড়া বিবাদীরা আমার নিকট ২ লক্ষ টাকা চাঁদা দাবী করিয়া আসিতেছিল। যাহার কারণে বিবাদীরা আমাকে একাধিকবার বিভিন্ন স্থানে আটক করে এবং আমার শিশু সন্তানকে অপহরণের ভয় দেখাইয়া আমার নিকট চাঁদা দাবী করিয়া আসিতেছিল। আমি বিবাদীদের ভয়ে বিভিন্ন তারিখ ও সময় বিবাদীদ্বয়কে ১ লক্ষ টাকা প্রদান করিলেও বিবাদীরা আমার শিশু সন্তানকে স্কুলে আসা যাওয়ার পথে বড় ধরণের ক্ষতি করার ভয়ভীতি দেখিয়ে আমার নিকট পুনরায় ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপরোক্ত ১নং বিবাদী আমাকে ফোন করিয়া কথা আছে মর্মে বড় সাদিপুর সাকিনস্থ সূতার মাঠ সংলগ্ন লিচু বাগনে যাইতে বলে। আমি বিবাদীর কথা অনুযায়ী উক্ত স্থানে যাওয়ার পর দেখি যে, সেখানে উক্ত ১নং ও ২নং বিবাদীদ্বয় সহ অজ্ঞাতনামা আরো ২ জন বিবাদী উপস্থিত রহিয়াছে। আমি সেখানে যাওয়ার উপরোক্ত বিবাদীরা আমাকে অশ্লীল ভাষায় গালাগালি করে এবং আমার নিকট চাঁদার টাকা দাবী করে। আমি বিবাদীদের আর কোন চাঁদা দিতে পারিব না বলিয়া জানাইলে বিবাদীরা আমাকে মারধর করার জন্য উদ্যত হয়। একপর্যায়ে উপরোক্ত বিবাদীদের চাঁদা টাকা না দিলে তাহারা আমাকে ঘটনাস্থলে আটক করিয়া রাখার হুমকী প্রদান করে এবং বিবাদীরা আমার সাথে থাকা নগদ ২০ হাজার টাকা সহ আমার ব্যবহৃত মোবাইল ফোন, যার মূল্য সাড়ে ১০ হাজার টাকা রাখিয়া দেয়। পরবর্তীতে বিবাদীদের চাঁদার টাকা আনিয়া দেয়ার শর্তে সেখান থেকে ছুটিয়া আসি। আমি বিবাদীদের কবল হইতে রক্ষা পাওয়ার পর বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের অবহিত করিলে তাহারা আমাকে আইনের আশ্রয় গ্রহণের পরামর্শ প্রদান করায় আমি নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা