
ডান্ডিবার্তা রিপোর্ট আড়াইহাজার বাজারের ভেতর দিয়ে চলমান ভুলতা-বিশনন্দী আঞ্চলিক মহাসড়ক। ওই সড়কজুড়ে যেখানে-সেখানে স্ট্যান্ড বানিয়ে ফেলেছেন অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক চালকরা। ফলে যানজট এ বাজারের নিত্যসঙ্গী। সেই সঙ্গে ফুটপাতে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। তাদের জন্য সেখান দিয়ে হেঁটে যেতেও কষ্ট হয় পথচারীদের। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে এলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসব যেন গা-সওয়া। আর নিত্য ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ী-পথচারীরা। সরেজমিন দেখা গেছে, আড়াইহাজার বাজারের ডাকবাংলো থেকে শহীদ মিনার পর্যন্ত ফুটপাতে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দোকান। যত্রতত্র থামিয়ে রাখা হয়েছে ভ্যান, রিকশা ও ইজিবাইক। ফুটপাত ছাড়াও মূল সড়কে ফল, আতর, টুপি, শরবতের দোকান দেখা গেছে। ফলে প্রধান সড়কের একাংশ তাদের দখলে। ডাকবাংলো থেকে শহীদ মিনার পর্যন্ত সব মিলিয়ে এমন দোকান সংখ্যা শতাধিক। দোকান বসানোর জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিতে হয় বলে জানান ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা। হাটের দিন এই অঙ্ক বেড়ে যায়। তবে কত টাকা দিতে হয়, কাদের দিতে হয়– এ বিষয়ে মুখ খুলতে নারাজ তারা। কয়েকজন ব্যবসায়ীর ভাষ্য, নাম বললে আর ব্যবসা করে সংসার চালাতে পারবেন না। একটি ফলের দোকানের কর্মী জানান, মালিক যেভাবে নির্দেশ দেন– সেভাবেই ব্যবসা করতে হয়। সড়কে দোকান বসানোর কারণ জানতে চাইলে বলেন, ব্যবসার জন্য এখানে ছাড়া অন্য জায়গা নেই। তারা কোথায় যাবেন? ওই বাজারের ব্যবসায়ী আব্দুল্লাহ মিয়া, রতন মিয়া, আবু দায়েন, মোস্তাফিজুর রহমান, আল-আমিন, শহীদুল্লাহ মোল্লাসহ কয়েকজন জানিয়েছেন, লাখ টাকা অগ্রিম দিয়ে দোকান নিতে হয়েছে। মাসে ভাড়া হিসেবে গুনতে হয় হাজার হাজার টাকা। অথচ ফুটপাতের ব্যবসায়ী ও অটোচালকদের কারণে বাইরে থেকে আনা পণ্যের গাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখতে পারেন না। প্রতিনিয়ত এ নিয়ে ঝগড়া-বিবাদ লেগেই থাকে। ফলে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। এক ব্যবসায়ী বলেন, ফুটপাত দেওয়া হয়েছে মানুষের হয়রানি কমাতে। উল্টো সেখানেই মানুষকে বেশি হয়রানির শিকার হতে হচ্ছে। প্রশাসন এসব কর্মকা- দেখেও না দেখার ভান করে। দ্রুত সময়ের মধ্যে ফুটপাত থেকে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের উচ্ছেদ করে বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি করেন তিনি। কয়েকজন পথচারী বলেন, ফুটপাত দিয়ে হাঁটার কোনো পরিবেশ নেই। ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দখল করে নেওয়ায় ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে যেতে হয়। এতে যানজটও বাড়ে। তাদের অভিযোগ, পুরো সড়কই যেন অটোরিকশা স্ট্যান্ড হয়ে গেছে। তারা যেখানে খুশি সেখানে যাত্রী নামিয়ে দাঁড়িয়ে থাকে। দোকানি, রিকশাচালক ও অটোচালকরা কারও কথা মানছেন না। প্রতিবাদ করলে নাজেহাল হতে হয়। আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বলেন, সড়কে অটোরিকশা না থামিয়ে রাখতে একাধিকবার অভিযান চালিয়ে সতর্ক করা হয়েছে। এর পরও চালকরা কথা শোনে না। দ্রুত সময়ে সড়কের বিশৃঙ্খলা নিরসনের আশ্বাস দেন তিনি। পৌর মেয়র সুন্দর আলী জানিয়েছেন, বাজারের বাইরে অটোরিকশার স্ট্যান্ড স্থাপনের চেষ্টা চলছে। তাঁর আশা, এটি সম্পন্ন হলে জনদুর্ভোগ পুরোপুরি কমে যাবে। ইউএনও ইশতিয়াক আহাম্মেদের ভাষ্য, অবৈধভাবে সড়কের জায়গা কোনোভাবেই দখল করা যাবে না। এ বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেবেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯