
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর উপজেলা নিয়ে মামলা জটিলতা যেনো “শেষ হয়েও শেষ হলোনা। দীর্ঘ পনেরো বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পরপরই সম্ভাব্য প্রার্থীরা দৌড়ঝাপ শুরু করেছিলেন। উপজেলা জুড়ে বইছিলো নির্বাচনি হাওয়া। কিন্তু সবকিছুই যেনো এক নিমিষেই শেষ হয়ে যায় গত ৩০ মার্চ ফতুল্লা থানা আওয়ামীলীগের বর্ধিত সভায় শামীম ওসমানের এক বক্তব্যে। সেখানে শামীম ওসমান বলেছেন আমি কনফার্ম ৮ মে নির্বাচন হবেনা। এ বক্তব্যের পরপরই এ উপজেলা পরিষদের নির্বাচন হবে কি হবে না এ নিয়ে শঙ্কা ঘনিভূত হতে থাকে। প্রার্থীরাও হয়েছেন হতাশ। তবে শামীম ওসমান শেষ পর্যায়ে বলেছেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত আলীর কাছে সম্ভাব্য প্রার্থীরা সিভি জমা দিতে। অর্থাৎ নির্বাচন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে প্রথম ২ দিনে মাত্র ১টি সিভি আসলেও ধীরে ধীরে সিভি আসা শুরু করেছে বলে জানান এম শওকত আলী। ইতিমধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ২টি সিভি জমা পড়েছে। এছাড়াও চেয়ারম্যান প্রার্থী শাহ নিজামের সিভিও প্রায় চলে এসেছে বলে জানান তিনি। অন্যদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত মীর সোহেল আলী বলেন নির্বাচনই তো শঙ্কার মুখে সিভি দিয়ে কি হবে। তবে আরেক প্রার্থী শরিফুল হক বলেন সিভি জমা দিবো। এ নির্বাচন নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সেলিনা সুলতানা জানান, আমাকে যদি মনোনয়ন দেওয়া হয় তবে ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়ে আসতে পারবো। কেননা, আলিরটেক আমার নিজের জন্মস্থান। সেই সুবাদে আলিরটেক ও গোগনগরবাসী আমায় বেছে নিবে। বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী ভাই বলেছেন শামীম ওসমান জদি আমায় সমর্থন দেন তাহলে তিনি (শওকত) আমার জন্য কাজ করবেন সর্বাতœকভাবে। অন্যদিকে ফতুল্লায় আমার স্বামী প্রয়াত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন সাহেবের জনপ্রিয়তাই আমাকে এ অঞ্চলে বিপুল ভোটে নির্বাচিত করবে। তবে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে প্রার্থীরা রয়েছেন দোটানায়। এ ব্যাপারে এম শওকত আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নির্বাচন নিয়ে সবাই উৎকন্ঠায় রয়েছে। সবার মনেই প্রশ্ন নির্বাচন হবে কিনা? তবে দীর্ঘদিন পর তফসিল ঘোষনা হওয়ায় সবাই ধরেই নিয়েছিলো হয়তো সদর উপজেলায় মামলা সংক্রান্ত যে জটিলতা ছিলো তা হয়তো কেটে গিয়েছে। তবে শামীম ওসমানের ঐ বক্তব্যের পর স্পষ্ট যে এখনো ঐ জটিলতার সুরাহা হয়নি। ব্যাপারটা যেনো শেষ হয়েও হলোনা। উল্লেখ্য সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম ও মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়া সাজনু। ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং ফতুল্লা থানা আওয়ামীলীগের ১নং সদস্য ও ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু শরিফুল হক। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগ্রহ প্রকাশ করেছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রয়াত লুৎফর রহমান স¦পনের সহধর্মীনি সেলিনা সুলতানা, ফতুল্লা ইউপির মহিলা মেম্বার অনা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। এখন দেখার বিষয় শেষপর্যন্ত ৮ মে নির্বাচন হবে কি হবে না।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯