আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | বিকাল ৩:৩১

নারী সেজে বোরকা পড়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

ডান্ডিবার্তা | ০৭ এপ্রিল, ২০২৪ | ১২:২৭ অপরাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
বোরকা পরে লঞ্চে কৌশলে ছিনতাই করার সময় ৩ তরুণকে আটক
করেছে নৌ পুলিশ। গত শুক্রবার রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা
লঞ্চঘাট থেকে সদরঘাট থেকে বরিশালগামী একটি লঞ্চ থেকে তাদের
আটক করা হয়। আটকরা হলেন- নারায়ণগঞ্জ সদরের জিমখানা এলাকারসাব্বির (২০), রুবেল (৩৪) আরাফাত (২২)। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির
ইনচার্জ কামাল উদ্দিন জানান, একটি সংঘবদ্ধ চক্র বোরকা পরে লঞ্চে ও
লঞ্চঘাটে লোকসমাগমে কৌশলে লোকজনদের কাছ থেকে টাকা ও
মোবাইল ছিনিয়ে নেয়, এমন অভিযোগ পাচ্ছিলাম আমরা। কেউ
প্রতিবাদ করলে তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে
গণধোলাইয়ের ভয় দেখানো হতো। তখন লোকলজ্জার ভয়ে আর কেউ
প্রতিবাদের সাহস পেতো না। চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে
চেষ্টা চালানো হচ্ছিলো। গত শুক্রবার রাতে লঞ্চের ভেতরে ছিনতাই করে
পালানোর সময় ধাওয়া করে ৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে
সাব্বির বোরকা পরিহিত ছিল। তিনি আরো জানান, এ সময় তাদের
কাছ থেকে ছিনতাই করা ২টি মোবাইল ও বেশকিছু টাকা জব্দ করা
হয়েছে। যাদের কাছ থেকে ছিনতাই করা হয়েছে তারা এসে তাদের
মোবাইল ও টাকা শনাক্ত করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা
প্রক্রিয়াধীন।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা