আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৪৫

ঈদকে কেন্দ্র করে নতুন টাকার বিক্রি বেড়েছে

ডান্ডিবার্তা | ০৮ এপ্রিল, ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে ঈদকে কেন্দ্র করে বিক্রি বেড়েছে নতুন টাকার। ব্যাংকে
নতুন টাকা না পেয়ে অনেকেই এ নতুন টাকার ক্রেতা হয়েছেন।
যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ
জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ গতকাল রোববার সরেজমিনে শহরের
কালিরবাজার ফলপট্টি এলাকায় এ চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা
যায়, নতুন টাকার কাচের দোকান নিয়ে বসে আছেন কয়েকজন
অস্থায়ী দোকানি। সেখানে ক্রেতারা ভিড় করছেন নতুন টাকা
কিনতে। ঈদকে কেন্দ্র বাচ্চাদের সালামি হিসেবে নতুন টাকা দিয়ে
থাকেন বড়রা। সে নতুন টাকা পেয়ে অনেকে এবার ব্যাংকে গেলেও
নতুন টাকা নেই বলে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে অনেকে
বাধ্য হয়েই এখান থেকে নতুন টাকা কিনে নিচ্ছেন অতিরিক্ত মূল্য
দিয়ে। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২ টাকার বান্ডেল ৩৫০
টাকা, ৫ টাকার বান্ডেল ৬৫০ টাকা, ১০ টাকার বান্ডেল ১ হাজার ২৫০
টাকা ও ২০ টাকার বান্ডেল ২২৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে মূলত এ
টাকাগুলোর চাহিদা সবচেয়ে বেশি। ২ টাকার বান্ডেলে ২০০ টাকা
থাকলেও অতিরিক্ত দিতে হচ্ছে ১৫০ টাকা, ৫ টাকার বান্ডেলেও অতিরিক্ত
দিতে হচ্ছে ১৫০ টাকা, ১০ টাকার বান্ডেলে দিতে হচ্ছে অতিরিক্ত ২৫০
টাকা, ২০ টাকার বান্ডেলেও ২৫০ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। বিক্রেতা
মান্নান জানান, ২, ৫, ১০ ও ২০ টাকার বান্ডেলের চাহিদা বেশি।
সাধারণ সময়ের চেয়ে এখন ৫০, ১০০ টাকা বেশি নিচ্ছি। ঈদের
বাজার আমাদেরকেও বেশী টাকা দিয়েই এ টাকা জোগাড় করতে
হয়েছে। ১০ টাকার দুটি নতুন বান্ডেল কেনা চাকরিজীবী রহমান
বলেন, আমি বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাংকে ঘুরেছি নতুন
টাকা দেয়নি আমাকে। বলে শেষ পরে আসবে। আজ এখান থেকে দুটি
নতুন টাকার বান্ডেল নিলাম। ঈদ তো বাচ্চাদের খুশি, তাদেরকে নতুন
টাকা দিলে তারা খুশি হয়। তাদের খুশি দেখে আমাদের খুশি লাগে।
তাদের জন্যই মূলত কেনা। তবে একটু বেশি দাম নিচ্ছে তা সত্যি।



Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা