না’গঞ্জে যুবলীগে নেতৃত্বের লড়াই

ডান্ডিবার্তা | এপ্রিল ০৮, ২০২৪, ১২:৫০ | Comments Off on না’গঞ্জে যুবলীগে নেতৃত্বের লড়াই
ডান্ডিবার্তা রিপোর্ট
প্রায় ২০ বছর পেরিয়ে গেছে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলনের
বয়স। এরি মধ্যে যুবলীগের নেতৃত্ব প্রত্যাশি নেতাদের পাইপলাইন
দীর্ঘ হয়েছে। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে যুবলীগের নেতৃত্বে
আসার লড়াইটা যেনো ধমকে আছে কমিটি না হওয়ার কারনে। তবে
ছাত্রলীগের কমিটি হচ্ছে মেয়াদ যাচ্ছে বাতিল হচ্ছে কিন্তু যুবলীগের
সেই কমিটি ঠায় দাঁড়িয়ে আছে এখনো। এমন পরিস্থিতিতে
যুবলীগের নেতৃত্ব প্রত্যাশি নেতারা রয়েছেন অপেক্ষমান। একই দশা
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের কমিটি আসার ক্ষেত্রেও। শহর যুবলীগই
এখন মহানগর যুবলীগ। নেতাকর্মীরা জানান, গেল বছর নারায়ণগঞ্জে
যুবলীগের কমিটি গঠনের বিষয়ে উদ্যোগ নিয়েছিলো কেন্দ্রীয়
‍যুবলীগ। কিন্তু সেই উদ্যোগে নির্বাচনের কারনে থমকে যায়।
দীর্ঘদিন নারায়ণগঞ্জ জেলা যুবলীগের নেতৃত্ব প্রত্যাশা নিয়ে
আলোচনায় আছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল
হাসান নিপু। তার সঙ্গে ছাত্রলীগের কমিটির সেক্রেটারি জিএম
আরাফাত এখন মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে
আছেন। একই দশা জেলার অন্যান্য থানা/উপজেলা যুবলীগের সভাপতি ও
সাধারণ সম্পাদকদের ক্ষেত্রেও। অনেকেই রাজনীতিতে সক্রিয় নাই,
কেউবা মুলদলের রাজনৗতিতে। এদিকে জেলা যুবলীগের নেতৃত্বে
আসার আলোচনায় রয়েছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ
সাফায়েত আলম সানি। তার সঙ্গে ছাত্রলীগের কমিটির সাধারণ
সম্পাদক মিজানুর রহমান সুজন যুবলীগের নেতৃত্বে আসার আগেই
পরপাড়ে পাড়ি জমিয়েছেন। এরি মাঝে স¤প্রতি নারায়ণগঞ্জ জেলাছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। ফলে জেলা
ছাত্রলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান আজিজ ও সাবেক
সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল প্রধান এখন ঝুলে আছেন
পদ পদবী বিহীন। যদিও তাদের আগে সামনে নেতৃত্বে আসার তালিকায়
রয়েছেন হেভিওয়েট নিপু ও সানির মত নেতা। একইভাবে নারায়ণগঞ্জ
মহানগর ছাত্রলীগের কমিটি গত ২০২১ সালের সিটি নির্বাচনের
পূর্বে বিলুপ্ত ঘোষণা করা হয়। ওই কমিটির সভাপতি হাবিবুর রহমান
রিয়াদ প্রধান ও সাধারণ সম্পাদক ছিলেন হাসনাত রহমান বিন্দু। এরাও
এখন মহানগর যুবলীগের নেতৃত্বে আসার আলোচনায় ওঠে এসেছেন।
কিন্তু জেলা যুবলীগের মত মহানগর যুবলীগের কমিটিও কবে নাগাদ
হবে তার কোনো হদিস করতে পারছেন না নেতৃত্ব প্রত্যাশিরা। এদের
সঙ্গে অনেকেই রয়েছেন যারা এসব নেতাদের পেছনে যুবলীগের
রাজনীতিতে আসার প্রত্যাশায় আছেন। ঘটনা সূত্রে জানাগেছে,
বিএনপি-জামায়েত ইসলামীর নেতৃত্বধীন ৪ দলীয় জোট সরকার আমলে
অনেকটা বৈরী পরিস্থিতিতে ২০০৩ সালে নারায়ণগঞ্জ জেলা যুবলীগের
কমিটি সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। সেই থেকে নারায়ণগঞ্জ জেলা
যুবলীগের আর সম্মেলন কিংবা কমিটিও হয়নি! দীর্ঘ প্রায় ২০ বছর
ছাড়িয়ে গেলেও যুবলীগে নতুন কমিটি না হওয়ার কারনে গত ২০টি
বছরে অনেক তরুণ নেতৃত্ব হোচট খেয়েছেন। ছাত্রলীগের রাজনীতি
করে আসা দু’একজন মুল দল আওয়ামীলীগে ঢুকে গেলেও বাকিদের
ভাগ্যে জুটেনি পদ পদবী। তৎকালীন সময়ে জেলা যুবলীগের আওতাধীন
ছিলো শহর যুবলীগের কমিটিও। একই দশা এখানেও। ২০১১ সালে
গঠিত নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের আলোচিত কমিটির একঝাঁক
তরুণ নেতৃত্বের অপমৃত্যু ঘটতে যাচ্ছে শুধুমাত্র যুবলীগের কমিটি
না হওয়ার কারনে। একইভাবে মহানগর যুবলীগের কমিটির ক্ষেত্রেও। ওই
কমিটির আগের জেলা ছাত্রলীগের নেতারাও ঠাই পাননি যুবলীগে। এরি
মাঝে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠিত হওয়ার কারনে পূর্বের
কমিটির নেতারাও যুবলীগের পাইপ লাইনে দাঁড়িয়ে গেছেন। ফলে
ছাত্রলীগের তিন চার টার্মের কমিটি গঠন ও বিলুপ্ত হলেও যুবলীগের
নতুন কমিটি হয়নি জেলা ও মহানগরীতে। জেলা যুবলীগের সভাপতি
আবদুল কাদির ইতিমধ্যে এক মেয়াদে জেলা আওয়ামীলীগের সহ-
সভাপতি পদে দায়িত্ব পালন শেষে সাবেক হয়ে গেছেন। কিন্তু তিনি
জেলা যুবলীগের সভাপতি পদে বহাল রয়েছেন। জেলা যুবলীগের
সেক্রেটারি অ্যাডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল জেলা
আওয়ামীলীগের সেক্রেটারি পদে দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। শহর
যুবলীগের কমিটিই চলছে মহানগর যুবলীগ নামে। শাহাদাত হোসেন
সাজনু সভাপতি ও আলী আহম্মদ রেজা উজ্জল সাধারণ সম্পাদক পদে।এই কমিটিরও মেয়াদ প্রায় ২০ বছরের কাছাকাছি সময়। নারায়ণগঞ্জ
জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানির
নেতৃত্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছেন তাদের মধ্যে দুএকজন
বিভিন্ন থানা/উপজেলা আওয়ামীলীগের কমিটিতে পদে আসতে
পারলেও বাকিরা রয়েছেন যুবলীগে পদায়নের আশায়। সানি ছাড়াও
যাদের মধ্যে যুবলীগে আসার পাইপ লাইনে রয়েছেন সাবেক ছাত্রলীগ
নেতা আতাউর রহমান নান্নু, মিনহাজুল ইসলাম রিয়াদ, শেখ রায়হান,
জিয়াউল ইসলাম জিকু, নূরে আলম রঞ্জু, জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের
শ্লোগান মাস্টার খ্যাত মিজানুর রহমান সজীব, ছাত্রলীগ নেতা সানি
আহমেদ পরশ, মনির হোসেনসহ আরো বেশকজন ছাত্রলীগের সাবেক
নেতা যারা মুলত যুবলীগের কমিটি হলেই সেখানে তাদের ঠাই হতো।
যুবলীগের কমিটি ঠিক সময়ে সময়ে গঠিত হলে এরা যুবলীগের
রাজনীতির মাধ্যমে হয়তো কেউ কেউ কোনো কোনো থানা/উপজেলা
কিংবা পৌরসভা/ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে থাকতেন।

Comments are closed.

এই কাল এই সময়

চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ১২:০০ | Comments Off on চুনকা আমৃত্যু মানুষের হৃদয়ে থাকবেন

  হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জের জন মানুষের নেতা, স্বাধীনতা-উত্তর নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের সৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলী আহাম্মদ চুনকার আজ রবিবার ৪০তম মৃত্যুবার্ষিকী। মানুষের মৃত্যু চিরন্তন সত্য। কিন্তু কিছু কিছু মৃত্যু আছে যা ইচ্ছা করলেই মেনে নেয়া যায় না, বা মেনে নিতে মন চায় না। বিশ্বাস […]

আজকের পত্রিকা

আজকের পত্রিকা

মন্তব্য প্রতিবেদন

প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

ডান্ডিবার্তা | ফেব্রুয়ারি ২০, ২০২৪, ১০:১৪ | Comments Off on প্রয়াত সামসুজ্জোহা ছিলেন গণমানুষের নেতা

হাবিবুর রহমান বাদল দেশের ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দুঃসময়ের কাÐারী প্রয়াত নেতা একেএম সামসুজ্জোহার ৩৭তম মৃত্যু বাষির্কী আজ। আজকের এই দিনে নারায়ণগঞ্জের মানুষ সামসুজ্জোহার পাশাপাশি তিনবারের সাংসদ প্রয়াত নাসিম ওসমানের অভাবও অনুভব করছেন। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকেই বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সামসুজ্জোহার অগ্রণী ভ‚মিকা ছিল। বর্ষিয়ান রাজনৈতিক নেতা একেএম শামসুজ্জোহা শুধু নারায়ণগঞ্জের গণমানুষের অকৃত্রিম […]

ফেসবুক লাইক

বিশেষ প্রতিবেদন

বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:৩৪ | Comments Off on বাজার গিয়ে বিপাকে স্বল্প আয়ের মানুষ

ডান্ডিবার্তা রিপোর্ট ভরা মৌসুমেও অস্থির বাজার। স্বস্তি ফিরছে না কোনো কিছুতেই। চাল ডাল থেকে মাছ মাংস কিংবা সবজি সবকিছুরই বেড়েছে দাম। আয় না বাড়লেও, প্রতিনিয়ত নিত্যপণ্যের বাড়তি দামে হিসাব মেলানো কঠিন হয়ে পড়েছে ক্রেতাদের। একের পর এক পণ্য যুক্ত হচ্ছে বাড়তি দামের তালিকায়। এমন অবস্থায় বিপাকে স্বল্প আয়ের মানুষ। বাজারের তালিকা কাটছাঁট করেও, সংসার চালাতে […]

নামাজের সময়

সেহরির শেষ সময় - ভোর ৪:০৮
ইফতার শুরু - সন্ধ্যা ১৮:২৮
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৩
  • ১২:০০
  • ১৬:৩১
  • ১৮:২৮
  • ১৯:৪৭
  • ৫:২৮

ফিচার বার্তা

নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

ডান্ডিবার্তা | জানুয়ারি ২৭, ২০২৪, ১২:১৮ | Comments Off on নয়ামাটিতে বিখ্যাত মাছুয়ার দুধের মালাই পাউরুটি

জাহাঙ্গীর ডালিম পাকিস্তান আমল থেকে নয়ামাটির জনপ্রিয় চায়ের দোকান। নারায়ণগঞ্জে গেঞ্জি বা আন্ডার গার্মেন্টসের জন্য বিখ্যাত নয়ামাটি। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিষ্ঠান হওয়ায় রিফ্রেশমেন্ট এর জন্য এখানকার মালিক শ্রমিক সকলের প্রথম পছন্দ গরুর দুধের মালাই পাউরুটি আর গরুর দুধের চা। তবে সেটাও কড়া লিকারের গরুর দুধের চা। সেই গরুর দুধও হবে একদিনের পুরানো। ফলে চিনি কম দিয়ে […]

অতিথি কলাম

আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

ডান্ডিবার্তা | এপ্রিল ২৪, ২০২৪, ১২:৩১ | Comments Off on আত্মীয়দের দাপটে ক্ষতিগ্রস্ত রাজনৈতিক দলের শৃঙ্খলা

মোনায়েম সরকার উপজেলা নির্বাচনকে নিয়ে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে বলে মনে হচ্ছে। গত সংসদ নির্বাচনের সময় থেকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া কিংবা স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়ী হয়ে আসাকে কেন্দ্র করে দলের মধ্যে যে বিরোধ ও কোন্দল সৃষ্টি হয়েছিল, তা এখনো অব্যাহত আছে। উপজেলা নির্বাচনে এই বিরোধ নতুন মাত্রা পাওয়ার আশঙ্কা তৈরি […]

পুরনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

Copyright © দৈনিক ডান্ডিবার্তা ২০২৪