আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩২

নারায়ণগঞ্জ ক্লাবে বাংলা বর্ষবরণ ঈদ আনন্দ উৎসব উদ্যাপিত

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৪ | ৯:০১ পূর্বাহ্ণ

প্রেস বিজ্ঞপ্তি
বাঙ্গালীর শত সহস্র বছরের ঐতিহ্যমন্ডিত সংস্কৃতির প্রধান সার্বজনীন উৎসব বাংলা বর্ষবরণ। জীর্ন, পুরাতন ও পশ্চাৎপদতার শৃংখলিত বেড়াজাল ছিন্ন করে সমৃদ্ধির আলোয় আলোকিত করে এগিয়ে চলা এবং সকল অশুভ ও অকল্যান দূরীভূত করে আমাদের সবার জীবনে জ্বলুক মঙ্গল আলোক এ প্রত্যাশায়, গত রবিবার অত্যন্ত আড়ম্বরপূর্ণ পরিবেশে ক্লাব প্রাঙ্গণে আবহমান বাংলা বর্ষবরণ-১৪৩১ উদ্যাপন করা হয়। নগর জীবনের চিরায়ত আঙ্গিক থেকে বেড়িয়ে একটু ভিন্ন পটভূমিতে নিজেকে উপস্থাপন করার অভিপ্রায় থেকেই এ বর্নিল আয়োজন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাব সভাপতি তানভীর আহমেদ। ক্লাবের অন্যতম পরিচালক সাংস্কৃতি ও গ্রন্থাগার বিষয়ক উপ-কমিটির আহŸায়ক মোঃ সাইফুর রহমানের সাবলীল উপস্থাপনায় সকালে শাশ্বতঃ বাঙ্গালীর পান্তা ইলিশ পর্বে সদস্য ও সদস্যপরিবারের স্বত:ফৃর্ত অংশগ্রহন ছিল উল্লেখ্যযোগ্য। সমবেত কণ্ঠে বাংলা বর্ষবরণের গান ‘এসো হে বৈশাখ এসো’ দিয়ে সকালের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সংস্কৃতি পর্ব শেষে হাউজি ও র‌্যাফেল ড্র’র মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। এরপর সন্ধ্যা ৭:৩০ মিনিটে শ্রাবন্য তৌহিদার উপস্থাপনায় ঈদ আনন্দ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও প্রতীক হাসানের সুরের মুর্ছনায় পুরো অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তানভীর আহমেদ, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব সাহা (রামু), সহ-সভাপতি এস.এম. রানা পরিচালনা পর্ষদ সদস্য পরিচালনা পর্ষদ সদস্য আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা, ইফতেখার আহমেদ (পুলক), মোঃ দুলাল মল্লি¬ক, সেলিম রেজা সিরাজী, মোঃ সাইফুর রহমান, মোঃ তাইজুদ্দিন আহমেদ, মঈনুল হাছান, সোহাগ রনি সহ বিপুল সংখ্যক ক্লাব সদস্য উপস্থিত ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা