আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩২

সাপের ভয়ে কাবু মিথিলা

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৪ | ৯:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করেছেন কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। বিয়ে করে কলকাতায় সংসারও পেতেছেন। কলকাতার পরিচালক সৃজিতের সঙ্গে তাঁর কয়েক বছরের সংসার। এদিকে যে বাড়িতে মিথিলা-সৃজিতের বসবাস, সেই বাড়িতে বেশ কিছুদিন সৃজিত সাপ এনে তুলেছেন। নিজের পছন্দের এই প্রাণীকে বাড়িতে পুষছেন সৃজিত। শুরুতে একটা বল পাইথন থাকলেও এখন তা এসে চারটিতে দাঁড়িয়েছে। মিথিলা এখন তাই ভয়ে আছেন। সেই ভয়ের কথা প্রকাশ্যেও এনেছেন। বলেছেন, তিনি নাকি সাপের ভয়েতেই বাড়ি ঢুকতে পারছেন না। স¤প্রতি জনপ্রিয় এক ইউটিউবারের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমে কথা প্রসঙ্গে মিথিলা বলেছেন, ‘৪টি পাইথন আছে, শুনছি আরও আসবে, এটা শোনার পর থেকে ভয় লাগছে।’ মিথিলা জানালেন, তাঁর নির্মাতা বর সৃজিতে সাপ খুবই পছন্দের প্রাণী। সেই প্রসঙ্গে তুলে এনে মিথিলা বলেন, ‘পোষ্য হিসেবে বাড়িতে অনেকগুলো সাপ তো আছে। প্রথমে ১টি ছিল, এখন হয়েছে ৪টি। শুনছি, আরও আসবে। প্রথমে যখন ১টি ছিল, তখন খুব একটা ভয় পেতাম না। তারপর এই সংখ্যা যখন ৮ হবে, সেটা তো ভয়ের কারণ হবেই।’ বাড়িতে বল পাইথন পুষছেন সৃজিত, এমন খবর বেশ কিছুদিন ধরে চর্চা হচ্ছিল। সৃজিত অবশ্য সেই পোষ্যের ছবিও পোস্ট করেছিলেন। কলকাতায় নিজের নতুন ছবি ‘ও অভাগী’ প্রচারণায় গেলে মিথিলা দেখেন, সেখানে ১টি নয়, মোট ৪টি বল পাইথন রয়েছে, যা দেখে চমকে যান মিথিলা। বাড়িতে সাপ পোষার বিষয়ে জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমাদের বিল্ডিংটার নাম শিশির বিল্ডিং। এখন তো মনে হচ্ছে এটা সরীসৃপ বিল্ডিং হয়ে যাবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা