আজ সোমবার | ১১ আগস্ট ২০২৫ | ২৭ শ্রাবণ ১৪৩২ | ১৬ সফর ১৪৪৭ | সন্ধ্যা ৬:৩৭

ফতুল্লা ইউপি চেয়ারম্যান ফাইজুলের শপথ গ্রহণ

ডান্ডিবার্তা | ১৭ এপ্রিল, ২০২৪ | ৯:১০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লা ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মাহমুদুল হক তাকে শপথ পাঠ করান। শপথ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে, ফাইজুল ইসলাম বলেন, আমি শপথ নিয়েছি অনেক আনন্দ লাগছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে দায়িত্ব বুঝিয়ে দিলে আমার কাজ শুরু করবো। আমি চাই মেম্বারদের নিয়ে একসাথে সকলের সহযোগিতায় ফতুল্লা ইউনিয়ন বাসির উন্নয়ন করতে। ফতুল্লা ইউনিয়ন বাসিকে যে ওয়াদা দিয়েছি সেগুলো আমার নেতা শামীম ওসমানকে নিয়ে সমাধান করবো। সবার আগে জলাবদ্ধতার সমস্যা সমাধান করবো ইনশাআল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন, উপ-পরিচালক (স্থানীয় সরকার ) মৌরিন করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মৌসুমী বাইন হীরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শফিকুর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাকিব-আল-রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হামিদুর রহমান, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা শাখা, আইসিটি শাখা, জেলা ই-সেবা কেন্দ্র) ইলোরা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মোহাম্মদ খান, রফিক বেন্ডার ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিছির আলী ও ফতুল্লা ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ সহ অন্যান্যরা। এর আগে ৯ মার্চ ফতুল্লা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হলে তাতে অটোরিকশা প্রতীকে চেয়ারম্যান পদে জয় লাভ করেন ফাইজুল ইসলাম। তিনি ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক। উল্লেখ্য, গত বছরের ২৩ সেপ্টেম্বর ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন মারা যান। এতে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা